হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যাপিটলের আরও দুই পুলিশের আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পুলিশ সদস্যদের মধ্যে আরও দুজন আত্মহত্যা করেছেন। মার্কিন স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন পুলিশের পক্ষ থেকে এমনটি জানানো হয়। ওই নারকীয় তাণ্ডবের দিন ক্যাপিটল হিলে থাকা চারজন পুলিশ সদস্য এই পর্যন্ত আত্মহত্যা করলেন। 

ওয়াশিংটন পুলিশের মুখপাত্র হিউ কারেউ একটি বিবৃতিতে বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার মেট্রোপলিটন কর্মকর্তা গুন্থার হাশিদার মরদেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। হাশিদা ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশে ২০০৩ সালে যোগদান করেন। 

এ ছাড়া গত ১০ জুলাই কাইল ডিফ্রেটাগ নামের আরেক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। কারেউ জানান, এই কর্মকর্তাও আত্মহত্যা করেছেন। ডিফ্রেটাগ ২০১৬ সালের নভেম্বরে পুলিশে যোগ দেন। 

এর আগে ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফরি স্মিথ এবং পুলিশ কর্মকর্তা হাওয়ার্ড লিবেনগুডও ক্যাপিটল হিলে হামলার পর আত্মহত্যা করেন। তাঁরাও ওই দাঙ্গার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। 

গত ৬ জানুয়ারি কংগ্রেসে জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে প্রবেশ করে তাণ্ডব চালায়। ওই ঘটনায় পুলিশ সহ ৫ জন নিহত হয়। ওই ঘটনায় তখন পাঁচ শতাধিক ট্রাম্প সমর্থককে গ্রেপ্তার করা হয়।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ