হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বন্দুক হামলাকে সাজানো ঘটনা বলায় জরিমানার মুখোমুখি কন্সপিরেসি থিওরিস্ট অ্যালেক্স জোনস 

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে একটি স্কুলে ঘটা বন্দুক হামলাকে সাজানো ঘটনা বলে প্রচারণা চালানোয় কন্সপিরেসি থিওরিস্ট অ্যালেক্স জোনসকে ৪১ লাখ ডলারের ক্ষতিপূরণ দেওয়ার দণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। স্যান্ডি হুকস স্কুল বন্দুকযুদ্ধ হিসেবে পরিচিত ওই হামলায় নিহত এক শিক্ষার্থীর অভিভাবক এই ক্ষতিপূরণের অর্থ পাবেন। গত বৃহস্পতিবার টেক্সাসের একটি আদালত এই রায় দেয়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিপূরণের অর্থ পেতে যাওয়া নিহত ৬ বছরের শিক্ষার্থী জেসে লুইসের বাবা-মা নেইল হেসলিন ও স্কারলেট লেউইস সাক্ষ্য দিয়েছেন, অ্যালেক্স জনের অনুসারীরা গত কয়েক বছর ধরেই তাদের হেনস্তা করে আসছিল। এ ছাড়া অ্যালেক্স জোনসের ওই অনুসারীরা তাদের খুনের হুমকিও দিয়েছে। 

দ্য গার্ডিয়ান আরও জানিয়েছে, রেডিও শো ও অনলাইনে ২০ শিশুর মৃত্যুকে মিথ্যা বলে প্রচারণা চালানোয় জনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন জেসের বাবা-মা। তাদের অভিযোগ, মুনাফার জন্য জেসের মতো শিশুদের মৃত্যু নিয়ে ভুয়া প্রচারণা চালিয়েছেন জোনস। 

এর আগে, ২০১২ সালের ১৪ ডিসেম্বর কানেকটিকাটের স্য়ান্ডি হুকস এলিমেন্টারি স্কুলে হামলা চালায় আড্যাম ল্যাঞ্জা নামে এক বন্দুকধারীর গুলিতে ২০ শিক্ষার্থী ও ৬ কর্মচারী নিহত হন। তবে, বিভিন্ন ষড়যন্ত্র তাত্ত্বিক যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন আইন কঠোর করার জন্যই হামলার নাটক করা হয়েছে বলে দাবি করে আসছিল। 

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প