হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সাবেক আইনজীবীর বিরুদ্ধে ট্রাম্পের মামলা

চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে সাবেক আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, কোহেন তাঁর অ্যাটর্নি হিসেবে সঠিকভাবে দায়িত্বপালন করেননি।

কোহেনের মুখপাত্র ও আইনজীবী ল্যানি ডেভিস বলেছেন, তিনি নিশ্চিত যে তাঁর মক্কেলের বিরুদ্ধে এই মামলা ব্যর্থ হবে।

সম্প্রতি কোহেনের ওপর ট্রাম্প ও তাঁর মিত্রদের আক্রমণ বেড়েছে। কারণ সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলার প্রধান সাক্ষী কোহেন। গত সপ্তাহে ম্যানহাটনের একজন প্রসিকিউটর ট্রাম্পের বিরুদ্ধে স্টর্মি ড্যানিয়েলসকে গোপনে অর্থ দেওয়ার অভিযোগ আনেন।

গতকাল বুধবার কোহেনের বিরুদ্ধে ট্রাম্প মামলাটি করেছেন ফ্লোরিডার ফেডারেল আদালতে। মামলায় তাঁর পরিবারের সদস্য ও ব্যবসা সম্পর্কে কোহেন মিথ্যা ও বিদ্বেষপ্রসূত বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। মামলায় কোহেনের কাছ থেকে ৫০ কোটি ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

কোহেন এক দশকেরও বেশি সময় ধরে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী (অ্যাটর্নি) হিসেবে কাজ করেছেন। তিনি ট্রাম্প অর্গানাইজেশনের একজন ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তাঁকে ‘ট্রাম্পের দালাল’ বলা হতো।

কিন্তু ২০১৬ সালের নির্বাচনের পর দুজনের সম্পর্কে অবনতি ঘটে। কারণ তদন্তকারীদের কাছে তিনি ট্রাম্পের নির্দেশে যত বেআইনি কাজ করেছেন, তার বিবরণ দিতে বাধ্য হয়েছিলেন।

২০১৮ সালে কোহেন জালিয়াতি ও প্রচারণার অর্থ লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাঁকে তিন বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছিল। কারামুক্ত হওয়ার পর কোহেন ট্রাম্পের সবচেয়ে বড় সমালোচক হয়ে ওঠেন।

কোহেনের বিরুদ্ধে মামলায় ট্রাম্প বলেছেন, কোহেন ২০২২ সালে ‘ডিসলয়াল’ নামে একটি বই লেখেন এবং পডকাস্ট পরিচালনা করেন। ওই বইয়ে তিনি তাঁর (ট্রাম্পের) সম্পর্কে বানোয়াট কথাবার্তা লিখেছেন এবং তাঁকে ‘বর্ণবাদী’ বলেছেন।

কোহেনের আইনজীবী ডেভিস বলেছেন, ‘ট্রাম্প আবারও মাইকেল কোহেনের বিরুদ্ধে হয়রানি ও ভয় দেখানোর জন্য বিচারব্যবস্থাকে অপব্যবহার করছেন বলে মনে হচ্ছে।’

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মোদি-ট্রাম্প ফোনালাপ