হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হঠাৎ বন্যায় নিউ ইয়র্কে কোমর পানি, জরুরি অবস্থা জারি

ঝড় আর ভারী বর্ষণে হঠাৎ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। পরিস্থিতি এমন যে, নিউ ইয়র্ক সিটির অবস্থা এখন যাচ্ছে তাই। পাতাল রেল (সাবওয়ে), রাস্তা-ঘাট তলিয়ে গেছে পানির নিচে। মূল রাস্তাগুলোতে এখন কোমর সমান পানি। ইতিমধ্যে শহরের লা-গার্দিয়া বিমানবন্দরের একটি টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর। 

আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বিভিন্ন স্থানে রাতভর ৫ ইঞ্চিরও বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ৭ ইঞ্চিও ছাড়িয়ে গেছে এবং বৃষ্টিপাত এখনো চলমান রয়েছে। 

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হকোল সামগ্রিক পরিস্থিতিকে ভয়ংকর, এমনকি জীবনের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। 

নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এক প্রতিক্রিয়ায় গভর্নর ক্যাথি লিখেছেন, ‘সমগ্র অঞ্চলজুড়ে যে চরম বৃষ্টিপাত দেখছি, তাতে আমি নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে জরুরি অবস্থা ঘোষণা করছি।’ 

তিনি আরও লিখেছেন, ‘অনুগ্রহ করে নিরাপদ থাকার জন্য পদক্ষেপ নিন এবং পানিতে ডুবে যাওয়া রাস্তায় চলাফেরার চেষ্টা করবেন না।’ 

বিভিন্ন মাধ্যমে ছবি এবং ভিডিও ফুটেজে দেখা গেছে, অনেকে হাঁটুজল আবার কেউ কেউ কোমর সমান পানি পাড়ি দিচ্ছেন। 

শহরের যোগাযোগ কর্তৃপক্ষ নাগরিকদের উদ্দেশে পরামর্শ দিয়েছে, ‘যদি একান্তই ভ্রমণের প্রয়োজন না পড়ে, তবে বাড়িতে থাকুন।’ 

নিউইয়র্কের পুলিশ বিভাগ একাধিক রাস্তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!