হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বোয়িংয়ের ওপর থেকে আস্থা হারাচ্ছে মার্কিনরা

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং মার্কিনদের আস্থা হারাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি। স্থানীয় সময় গত শুক্রবার সিয়াটলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার ওয়াশিংটনের রেন্টনে অবস্থিত বোয়িং ৭৩৭-এর কারখানা পরিদর্শনে যান ডাফি। সেখানে তিনি বোয়িংয়ের সিইও কেলি অর্টবার্গ ও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ভারপ্রাপ্ত প্রশাসক ক্রিস রোচেলিউর সঙ্গে বৈঠক করেন।

সিয়াটলের সংবাদ সম্মেলনে ডাফি বলেন, গত জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের মাঝ আকাশে জরুরি অবতরণের ঘটনা এবং ২০১৮ ও ২০১৯ সালের দুটি ভয়াবহ দুর্ঘটনার কারণে বোয়িংয়ের প্রতি মানুষের আস্থা কমেছে। আস্থা ফেরাতে হলে তাদের তদারকি বাড়াতে হবে।

এ ছাড়া ফক্স নিউজ চ্যানেলের দ্য ফকনার ফোকাস নামের একটি অনুষ্ঠানে শন ডাফি বলেছিলেন, ‘যখন আপনি নিরাপত্তা ও উৎপাদন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের জনগণের আস্থা হারাবেন, তখন আমরা আপনাকে পরিবর্তন আনতে বাধ্য করব। বোয়িং তাদের পথ ও আস্থা হারিয়েছে।’

গত বছর মাঝ আকাশে আলাস্কা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স–৯ বিমানের প্যানেল উড়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার তদন্ত থেকে জানা যায়, প্যানেলে চারটি গুরুত্বপূর্ণ বোল্ট অনুপস্থিত ছিল। ওই ঘটনার পর বোয়িংয়ের উৎপাদন প্রক্রিয়া ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বোয়িংয়ের সিইও কেলি অর্টবার্গ আগামী ২ এপ্রিল কংগ্রেসের সামনে এই অভিযোগের বিষয়ে সাক্ষ্য দেবেন।

বোয়িং জানিয়েছে, তারা শন ডাফি ও ক্রিস রোচেলিউকে তাদের নিরাপত্তা ও গুণগত মান উন্নয়নের অগ্রগতি দেখাতে পেরে খুশি। প্রতিষ্ঠানটি বলেছে, ‘আমাদের টিম নিরাপত্তা ও গুণগত মান উন্নয়নে কাজ করছে এবং মার্কিনদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে।’

গত জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের এফএএ প্রশাসক মাইক হুইটেকার বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের মাসিক উৎপাদনসীমা ৩৮টিতে সীমাবদ্ধ রেখেছিলেন। তবে বর্তমান পরিবহনমন্ত্রী শন ডাফি বলেছেন, বোয়িং এখন মাসে ৩৮টি বিমান উৎপাদনের কাছাকাছিও নেই।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ মার্চ ইথিওপিয়ান এয়ারলাইনসের ফ্লাইট ৩০২ বিধ্বস্ত হয়। এতে ১৫৭ জন যাত্রী নিহত হন। এই দুর্ঘটনার ছয় বছর পূর্তিতে পরিবহনমন্ত্রী শন ডাফি ওয়াশিংটনের রেন্টনে বোয়িং কারখানা পরিদর্শনে যান।

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র: আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব

ইরানে হত্যা চলছে না, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে: ট্রাম্প