হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার বিপক্ষে জাতিসংঘে প্রস্তাব পাস, ভোট দেয়নি বাংলাদেশ

ইউক্রেন থেকে নিঃশর্তভাবে রাশিয়ার সব সেনা শিগগির প্রত্যাহারের দাবি এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস হয়েছে। তবে তাতে ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশ। 

যুদ্ধের বর্ষপূতির দিনে আজ শুক্রবার সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে পাস হওয়া এই প্রস্তাবের পক্ষে ১৪১টি ভোট পড়েছিল। এতে বাংলাদেশ ছাড়াও ৩১টি দেশ ভোট দেয়নি আর বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া সাতটি দেশ।

ভোটদানে বিরত দেশের মধ্যে রয়েছে ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, কিউবা, কঙ্গো, আর্মেনিয়া ও ভিয়েতনাম। তার সঙ্গে সাবেক সোভিয়েত রাশিয়ার অধীনে থাকা কিরগিজিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানও নিরপেক্ষ অবস্থান নিয়েছে।

আর প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া অন্য দেশগুলো হলো- বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়াকে।

যেসব দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে তার মধ্যে দক্ষিণ এশিয়ার বাকি তিন দেশ আফগানিস্তান, নেপাল ও ভুটান রয়েছে। আর জাতিসংঘে জান্তাবিরোধী জাতীয় ঐকমত্যের সরকারের (এনইউজি) প্রতিনিধিত্ব করা মিয়ানমারের ভোট পড়েছে প্রস্তাবের পক্ষে।

কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব থাকলেও জাতিসংঘের সাধারণ পরিষদের এ ধরনের প্রস্তাব মানতে কোনো দেশ আইনত বাধ্য নয়।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে তোলা চারটি প্রস্তাবের একটিতে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ; বাকি সবকটিতেই ভোটদানে বিরত থেকেছে।

এই প্রস্তাবে বাংলাদেশের ভোট কোন পক্ষে যাবে জানতে চাইলে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক ‘হিউম্যানিটারিয়ান’ আইনের ব্যত্যয় না ঘটলে, কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কোনো কিছু করা হলে বাংলাদেশ সাধারণত সেখানে অংশ নেয় না। 

তিনি আরও বলেন, নির্দিষ্ট দেশকে ভিত্তি করে কোনো প্রস্তাব যখন নেওয়া হলেও বাংলাদেশ বিরত থাকে। এবিষয়ে নিউ ইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ‘পরিস্থিতি পর্যবেক্ষণ’ করে অপর দেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেবেন।

যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো এখন ভেনেজুয়েলায় যাবে: ট্রাম্প

ভেনেজুয়েলায় আগ্রাসনে ১৫০টির বেশি মার্কিন যুদ্ধবিমান অংশ নেয়

মাদুরোর আগে সাদ্দামকে উৎখাত করে এই ডেল্টা ফোর্স

মাদুরোকে মাদক ও অস্ত্র মামলায় অভিযুক্ত করলেন নিউইয়র্কের আদালত

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান—সর্বশেষ যা জানা গেল

যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর বিচার, ভেনেজুয়েলায় অভিযান আপাতত শেষ: রুবিও

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে সদ্য আঁকা যিশুর ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প

বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র

আমরা আর দেরি করব না—দায়িত্ব নিয়েই মামদানির ঘোষণা