ইউক্রেন থেকে নিঃশর্তভাবে রাশিয়ার সব সেনা শিগগির প্রত্যাহারের দাবি এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস হয়েছে। তবে তাতে ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশ।
যুদ্ধের বর্ষপূতির দিনে আজ শুক্রবার সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে পাস হওয়া এই প্রস্তাবের পক্ষে ১৪১টি ভোট পড়েছিল। এতে বাংলাদেশ ছাড়াও ৩১টি দেশ ভোট দেয়নি আর বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া সাতটি দেশ।
ভোটদানে বিরত দেশের মধ্যে রয়েছে ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, কিউবা, কঙ্গো, আর্মেনিয়া ও ভিয়েতনাম। তার সঙ্গে সাবেক সোভিয়েত রাশিয়ার অধীনে থাকা কিরগিজিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানও নিরপেক্ষ অবস্থান নিয়েছে।
আর প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া অন্য দেশগুলো হলো- বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়াকে।
কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব থাকলেও জাতিসংঘের সাধারণ পরিষদের এ ধরনের প্রস্তাব মানতে কোনো দেশ আইনত বাধ্য নয়।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে তোলা চারটি প্রস্তাবের একটিতে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ; বাকি সবকটিতেই ভোটদানে বিরত থেকেছে।
তিনি আরও বলেন, নির্দিষ্ট দেশকে ভিত্তি করে কোনো প্রস্তাব যখন নেওয়া হলেও বাংলাদেশ বিরত থাকে। এবিষয়ে নিউ ইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ‘পরিস্থিতি পর্যবেক্ষণ’ করে অপর দেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেবেন।