হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন স্পিকারের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠক, ক্ষুব্ধ চীন

চীনের হুঁশিয়ারির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে বৈঠক করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। বুধবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সিমি উপত্যকার রোনাল্ড রিগ্যান প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, তাইওয়ানের গণতন্ত্র হুমকির মুখে। তাই তিনি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চান। জবাবে ম্যাককার্থি বলেন, তাইওয়ানকে সব ধরনের সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তাইপের পূর্ণ স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত পাশে থাকবে ওয়াশিংটন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ও তাইওয়ানের প্রেসিডেন্টের এই বৈঠকে ক্ষুব্ধ চীন। এক বিবৃতিতে জানানো হয়, ম্যাকার্থির সঙ্গে সাইয়ের বৈঠক যেমনই হোক না কেন, এই উদ্যোগ চীনের জনগণের অনুভূতিতে আঘাত হেনেছে। এটি তাইওয়ানের বাসিন্দাদের ভুল বার্তা দিচ্ছে। এতে চীন-যুক্তরাষ্ট্র রাজনৈতিক সম্পর্ক প্রভাবিত হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

এর আগে মঙ্গলবার তাইওয়ানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানাতে জড়ো হন অনেকে। সেখানে চীনপন্থীরাও ভিড় করেন এবং ‘এক চীন’ বলে স্লোগান দেন। স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসাবে দাবি করে আসছে চীন। অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তাইপের যেকোনো আনুষ্ঠানিক বৈঠকেও বাধা দিয়ে আসছে বেইজিং।

গত বছর চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানের রাজধানী তাইপে সফর করেন সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর জেরে তাইওয়ান প্রণালির আশপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। এবার ম্যাককার্থি-সাইয়ের বৈঠক নতুন করে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল তৈরি করবে বলে মনে করেন বিশ্লেষকেরা।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস