হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

একমাত্র আমিই তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারি: ট্রাম্প

একমাত্র তিনিই তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারবেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার এক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

ট্রাম্প বলেছেন, ‘শুধু তৃতীয় বিশ্বযুদ্ধই নয়, আমি হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রবেশের আগেই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধও থামিয়ে দিতে পারি। পুতিনের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে। আমার বিশ্বাস, তিনি আমার কথা শুনবেন এবং এই যুদ্ধ থামাতে আমার এক দিনের বেশি সময় লাগবে না।’ 

এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তাঁর দল থেকে তিনি অনুমোদন পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। জনমত জরিপে দেখা গেছে, অনেক রিপাবলিকান ট্রাম্পের বদলে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্ডিসকে সমর্থন দেওয়ার পক্ষে। তাঁরা বিশ্বাস করেন, হোয়াইট হাউসের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে রন ডিস্যান্ডিসের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। 

আগামীকাল আইওয়া রাজ্যে রিপাবলিকান মনোনয়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে ট্রাম্প ও ডিস্যান্ডিসের অংশ নেওয়ার কথা রয়েছে। 

উল্লেখ্য, ওয়াশিংটনে তিন দিনব্যাপী কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ছিল এই সম্মেলনের সমাপনী দিন। সেখানেই বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে ট্রাম্প সমর্থকদের আধিপত্য দেখা গেছে। তবে কংগ্রেসের বেশির ভাগ রিপাবলিকান সদস্য ও রিপাবলিকান গভর্নরদের সেখানে দেখা যায়নি। 

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প