হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিউইয়র্ক স্টেট অ্যাটর্নির জিজ্ঞাসাবাদের জবাব দিতে অস্বীকার ট্রাম্পের 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক স্টেট অ্যাটর্নির জিজ্ঞাসাবাদে হাজির হয়ে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছেন। স্থানীয় সময় আজ বুধবার ট্রাম্পের পারিবারিক ব্যবসায়ের বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন নিউইয়র্ক স্টেট অ্যাটর্নির। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অধীনে প্রতিটি নাগরিকের জন্য প্রদত্ত অধিকার এবং সুযোগ-সুবিধার আওতায় উত্তর দিতে অস্বীকার করেছি।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সংবিধানের পঞ্চম সংশোধনী অনুসারে যেকোনো মার্কিন নাগরিক তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় উত্তর দেওয়া থেকে বিরত রাখতে পারেন।

ট্রাম্প তাঁর বিবৃতিতে আরও বলেন, ‘আমাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যদি নির্দোষ হন তাহলে কেন পঞ্চম সংশোধনীর সুযোগ নিচ্ছেন? সেই প্রশ্নের উত্তরে বলতে চাই—যখন আপনার পরিবার, আপনার ব্যবসায় প্রতিষ্ঠান এবং আপনার আশপাশের সব লোক আইনজীবী, কৌঁসুলি এবং গণমাধ্যমের ভুয়া সংবাদ দ্বারা সমর্থিত একটি ভিত্তিহীন, রাজনৈতিকভাবে উদ্দ্যেশ্য প্রণোদিত “ডাইনি শিকারের” লক্ষ্যে পরিণত হয়েছে তখন আপনার কাছে এটি বেছে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’

নিউইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ট্রাম্প অর্গানাইজেশন রিয়েল এস্টেটের মূল্য বৃদ্ধি করেছে কিনা তা খতিয়ে দেখছে। ট্রাম্পের দুই সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ইভাঙ্কা ট্রাম্পও বাবার মতোই সাক্ষ্য এড়াতে চেয়েছিলেন কিন্তু পারেননি।

এদিকে, এই মামলার বিষয়ে জেমস লেটিশিয়া জানিয়েছেন, তাঁর তদন্তে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া গেছে যে—হোটেল, গল্ফ কোর্স এবং অন্যান্য রিয়েল এস্টেট খাতে ব্যবসায় পরিচালনা করা ট্রাম্প অর্গানাইজেশন সহজ শর্তে ঋণ পাওয়ার জন্য সম্পদের মূল্যকে বাড়িয়ে দেখিয়ে এবং কর হ্রাসের জন্য এ ধরনের কাজ করেছে।

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প