হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

‘ক্যাপিটলে উপস্থিত ট্রাম্পের অসহিংস সমর্থকদেরও ফল ভোগ করতে হবে’

ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনে হামলার ঘটনায় সরাসরি জড়িতদের জন্য প্রসিকিউটররা যে শাস্তির আবেদন করছেন তার চেয়ে বাড়িয়ে রায় দিচ্ছেন আদালত। শুধু তাই নয়, ঘটনার দিন উপস্থিত ছিলেন কিন্তু সংঘর্ষে জড়াননি এমন সমর্থকদেরও ফল ভোগ করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।  

চলতি বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল ভবনে হামলাকে একটি অপকর্ম উল্লেখ করে গত সপ্তাহে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে চারজনের ওপর ১৪ থেকে ৪৫ দিন পর্যন্ত সাজা আরোপ করেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ তানিয়া চুটকান। 

তানিয়া চুটকান শুনানিতে বলেন, সরকারকে হিংস্রভাবে উৎখাতের জন্য ঘরে বসে থেকেও প্রচেষ্টা চালিয়েছেন যঁরা, তাঁদেরও এর ফল ভোগ করতে হবে। 

গত ৬ জানুয়ারি কংগ্রেসে জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে প্রবেশ করে তাণ্ডব চালান। ওই ঘটনায় পুলিশসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় জড়িত থাকার দায়ে ৬৫০ জনকে অভিযুক্ত করা হয়।  এখন পর্যন্ত ১০০ জন দোষ স্বীকার করেছেন এবং কমপক্ষে ১৭ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে।  

গত বুধবার চুটকান দুই চাচাতো ভাইকে দোষী সাব্যস্ত করেছেন, যাঁরা ক্যাপিটল হিলের দাঙ্গার সময় সেলফি তুলেছিলেন। এই অপরাধে তাঁরা ৪৫ দিনের জেলে ছিলেন। প্রসিকিউটররা কেনটাকির রবার্ট বাউয়ার ও ভার্জিনিয়ার এডওয়ার্ড হেমেনওয়েকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়ার আবেদন করেছিলেন।

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প