যুক্তরাষ্ট্রের টেক্সাসের মেক্সিকো সীমান্তবর্তী এলাকায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এমনটি জানিয়েছে।
স্থানীয় সম্প্রচার মাধ্যম ভ্যালি সেন্ট্রালের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকেল চারটার দিকে একটি একটি সাদা রঙের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ওই ট্রাকটিতে প্রায় ৩০ জন অননুমোদিত অভিবাসী ছিলেন।
টেক্সাসের জননিরাপত্তা দপ্তরের পক্ষ থেকে বলা হয়, সড়ক দুর্ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে। মেক্সিকো বর্ডার থেকে কয়েক মাইল দূরে অবস্থিত ফালফুরিয়াস এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
চোরাচালানকারীরা প্রায়ই সীমান্ত থেকে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য অতিরিক্ত জনাকীর্ণ যানবাহন ব্যবহার করে।
গত মার্চে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে জনাকীর্ণ যানবাহনের সঙ্গে একটি ভারী ট্রাকের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় একজন চোরাচালানকারীকে অভিযুক্ত করা হয়।