হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

২৪ সালের নির্বাচনে ফের লড়ার আগ্রহ ৮০ বছরের বাইডেনের

চলতি মাসেই ৮০ বছর পূর্ণ হয়েছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে বয়স ৮০ হলেও দমে যাননি তিনি। দুই বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ পোষণ করেছেন তিনি। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আগামী বছরের শুরুতে। স্থানীয় সময় গতকাল বুধবার বাইডেন এই কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

হোয়াইট হাউসের কর্মকর্তারাও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি বেশ কয়েকবার বাইডেন আগামী নির্বাচনে লড়বেন কি না এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন। এই বিষয়ে বাইডেনের একজন উপদেষ্টা জানিয়েছেন, আগামী নির্বাচনে বাইডেন লড়বেন কিনা সেই বিষয়ে আলোচনা চলছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমাদের ইচ্ছা রয়েছে আরও একবার লড়ার এবং এটিই আমাদের ইচ্ছা ছিল।’ এ সময় তাঁর স্ত্রী জিল বাইডেন তাঁর পাশে বসে ছিলেন। তাঁকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ‘এটি আসলে পারিবারিক আলোচনার বিষয়ই।’ 

বাইডেন জানিয়েছেন, তাঁর পরিবার চায় তিনি আরেকবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে এই বিষয় তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি। বাইডেন আরও জানিয়েছেন, তাঁর এই ঘোষণা কোনোভাবেই তাঁর পূর্ববর্তী প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার সঙ্গে সম্পর্কিত নয়। ট্রাম্পও আগামী নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ পোষণ করেছেন। 

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ