হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আবার লড়বেন, ঘোষণা দিলেন ট্রাম্প

২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ফ্লোরিডার পাম বিচে নিজের বিলাসবহুল রিসোর্ট মার-এ-লাগো থেকে ট্রাম্প ঘোষণা দেন, প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন নেবেন। 

কয়েক শ সমর্থকের মাঝে দাঁড়িয়ে তৃতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী হওয়ার ঘোষণা করেন ৭৬ বছর বয়সী ট্রাম্প। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ধারা অব্যাহত রাখতে আমি আজ রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা ঘোষণা করছি।’ এ সময় সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পের এক সহযোগী গতকাল ‘ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ২০২৪’ কমিটির মাধ্যমে দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের কাছে এসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির মধ্যে ডোনাল্ড ট্রাম্পই প্রথম, যিনি প্রার্থিতার জন্য আনুষ্ঠানিকতা শুরু করলেন। 

প্রার্থিতা ঘোষণার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘২০২৪ সালের নির্বাচনে আমি এমনভাবে লড়ব, যেভাবে কেউ কখনো লড়েনি। ডেমোক্র্যাটরা স্পষ্টভাবে দেখতে পাবে যে আমাদের দেশে কী ঘটেছে এবং ঘটছে। ২০২৪ সালের ভোট হবে একেবারেই আলাদা।’ 

এদিকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে অনেকটা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন ট্রাম্প। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস রিপাবলিকানদের অন্যতম পছন্দের প্রার্থী হিসেবে উঠে আসতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। এ ছাড়া ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তবে রিপাবলিকানদের অন্দরে এখনো অত্যন্ত জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে সাবেক প্রেসিডেন্টের।

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ: ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোট

ভারতের ওপর আসতে পারে ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসের বিলে ট্রাম্পের সবুজসংকেত

মোদি, মাখোঁ আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলি, নারী নিহত

জাতিসংঘ ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প

ভেনেজুয়েলার তেল ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণে ‘তিন ধাপের’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

রাশিয়া আর চীন একমাত্র যুক্তরাষ্ট্রকেই ভয় ও সম্মান করে: ট্রাম্প