হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আবার লড়বেন, ঘোষণা দিলেন ট্রাম্প

২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ফ্লোরিডার পাম বিচে নিজের বিলাসবহুল রিসোর্ট মার-এ-লাগো থেকে ট্রাম্প ঘোষণা দেন, প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন নেবেন। 

কয়েক শ সমর্থকের মাঝে দাঁড়িয়ে তৃতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী হওয়ার ঘোষণা করেন ৭৬ বছর বয়সী ট্রাম্প। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ধারা অব্যাহত রাখতে আমি আজ রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা ঘোষণা করছি।’ এ সময় সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পের এক সহযোগী গতকাল ‘ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ২০২৪’ কমিটির মাধ্যমে দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের কাছে এসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির মধ্যে ডোনাল্ড ট্রাম্পই প্রথম, যিনি প্রার্থিতার জন্য আনুষ্ঠানিকতা শুরু করলেন। 

প্রার্থিতা ঘোষণার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘২০২৪ সালের নির্বাচনে আমি এমনভাবে লড়ব, যেভাবে কেউ কখনো লড়েনি। ডেমোক্র্যাটরা স্পষ্টভাবে দেখতে পাবে যে আমাদের দেশে কী ঘটেছে এবং ঘটছে। ২০২৪ সালের ভোট হবে একেবারেই আলাদা।’ 

এদিকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে অনেকটা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন ট্রাম্প। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস রিপাবলিকানদের অন্যতম পছন্দের প্রার্থী হিসেবে উঠে আসতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। এ ছাড়া ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তবে রিপাবলিকানদের অন্দরে এখনো অত্যন্ত জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে সাবেক প্রেসিডেন্টের।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস