হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে এক বছরে গ্রেপ্তার ৯৭ হাজার ভারতীয় 

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে এক বছরে প্রায় ৯৭ হাজার ভারতীয় গ্রেপ্তার হয়েছে। মার্কিন সরকারের তথ্য অনুসারে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পরিমাণ ভারতীয় গ্রেপ্তার হয়েছে। যা বিগত পাঁচ বছর আগের তুলনায় প্রায় ৫ গুণ বেশি। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয়দের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রচেষ্টার হার বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (ইউসিবিপি) তথ্য বলছে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর ৯৬ হাজার ৯১৭ জন ভারতীয় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। 

ইউসিবিপি-এর তথ্য বলছে, ২০১৯-২০ সালে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছিল ১৯ হাজার ৮৮৩ জন ভারতীয়। ২০২০-২১ সালে গ্রেপ্তার হয়েছিল ৩০ হাজার ৬৬২ জন ভারতীয় এবং ২০২১-২২ সালে গ্রেপ্তার হয়েছিল ৬৩ হাজার ৯২৭ জন ভারতীয়। ইউসিবিপি-এর তথ্য মতে, ৯৭ হাজার জনের মধ্যে ৩০ হাজার ১০ জন গ্রেপ্তার হয়েছে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে, ৪১ হাজার ৭৭০ জন গ্রেপ্তার হয়েছে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে। বাকিরা অন্যান্য পথে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার হয়েছে। 

মার্কিন সরকারের তথ্যানুসারে গ্রেপ্তারকৃত ভারতীয়দের চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, পরিবারের সঙ্গে আসা শিশু, পরিবারের সঙ্গে আসা একক ব্যক্তি, একক ব্যক্তি এবং সঙ্গীহীন শিশু। এই চার শ্রেণির মধ্যে একক ব্যক্তির পরিমাণই সবচেয়ে বেশি। ২০২২-২৩ সালের সময়সীমার মধ্যে প্রায় ৮৪ হাজার প্রাপ্তবয়স্ক ভারতীয় যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ৭৩০ জন পরিবারের সঙ্গে আসা শিশু।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও