ঢাকা: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে এলোপাতাড়ি গোলাগুলিতে কমপক্ষে দুইজন ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে এই ঘটনা আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
মিনিয়াপোলিস পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঝগড়ারত দুইব্যক্তি একে অন্যের দিকে হঠাৎ এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এসময় আশপাশে থাকা বেশ কয়েকজন হতাহত হয়। অপরাধীদের আটক করা হয়েছে, তবে তাদের পরিচয় জানানো হয়নি। এছাড়া নিহত ও আহদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
চিকিৎসকদের বরাত দিয়ে অস্ট্রেলিয়ানভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আহত অন্য সাত জনের মৃত্যুঝুঁকি নেই। নিহতদের দুজনই পুরুষ। হতাহতদের মধ্যে পাঁচজন নারী ও বাকি পাঁচজন পুরুষ।