হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আন্দোলন বন্ধ করতে ট্রুডোর আহ্বান 

কানাডায় করোনা ভ্যাকসিন আইনের বিরুদ্ধে আন্দোলনরত ট্রাক শ্রমিকদের আন্দোলন বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই আন্দোলন দেশটির রাজধানী অটোয়াকে স্থবির করে দিয়েছে উল্লেখ করে বলেছেন, এই আন্দোলন ‘বন্ধ হওয়া উচিত’। এক টুইটে তিনি এই আহ্বান জানান। 

টুইটে ট্রুডো বলেন, বেশ কিছু প্রতিবাদকারীদের ভাঙচুর ও জাতিবিদ্বেষমূলক আচরণে কানাডীয়রা ‘মর্মাহত ও ভয়ানকভাবে বিরক্ত’। 
ট্রুডো তাঁর টুইটে বলেন, ‘কানাডীয়দের সরকারের সঙ্গে একমত না হয়ে প্রতিবাদ ও তাঁদের মতামত জানানোর অধিকার রয়েছে। আমরা সব সময়ই সেই অধিকার রক্ষা করব। তবে একটা বিষয় পরিষ্কার করা যাক, তাঁদের (আন্দোলনকারীদের) আমাদের অর্থনীতি, গণতন্ত্র ও নাগরিকদের দৈনন্দিন জীবন অবরুদ্ধ করার অধিকার নেই। এটি বন্ধ করতেই হবে।’ 

এদিকে ট্রাক-লরি চালকদের আন্দোলনে তাঁদের আনা ট্রাক এবং লরিতে অটোয়া শহরটিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ফলে শহরটি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কেবল তাই-ই নয় প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে শত শত ট্রাক ও লরি শহরটির কেন্দ্রে অবস্থান করায় চলাচল এমনকি স্থানীয় ব্যবসা-বাণিজ্যও বন্ধ হয়ে গেছে। 

এদিকে আন্দোলনকারীরা অবিরাম ট্রাক-লরির হর্ন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের কষ্ট দিচ্ছিল বলে অভিযোগ করা হলে সোমবার দেশটির একটি আদালত আগামী ১০ দিন আন্দোলন চলাকালে হর্ন বাজানো বন্ধ করতে নির্দেশ দেন। 

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প