হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ডাক্তারের চেম্বারে কান্না করায় তরুণীকে ৪০ ডলার জরিমানা 

ডাক্তারের চেম্বারে গিয়ে কান্না করায় জরিমানার মুখোমুখি হয়েছেন এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে বেশ জনপ্রিয় ক্যামিলে জনসন (২৫) তাঁর ছোট বোনকে নিয়ে ডাক্তাররে চেম্বারে গেলের এই ঘটনার মুখোমুখি হন। ওই রোগীকে ৪০ ডলার জরিমানা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ক্যামিলে জনসন তাঁর টুইটার অ্যাকাউন্টে তাঁর ছোট বোনের চিকিৎসা খরচের তালিকার একটি ছবি শেয়ার করেন। সেখানে ক্যামিলে একটি নির্দিষ্ট খরচরে বিষয়কে চিহ্নিত করেছেন, সেখানে লেখা ছিল, ‘সংক্ষিপ্ত আবেগীয়/আচরণগত মূল্যায়ন’ বাবদ বিল ৪০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার টাকা)। 

পরের আরেকটি টুইটে ক্যামিলে জানান, তাঁর বোন এক বিরল রোগে আক্রান্ত। তাই সে মাঝে মাঝেই হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়ে। সে তাঁর রোগ থেকে আরোগ্য লাভে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে।

ক্যামিলে জনসন তাঁর আরেক টুইটে লিখেন, ‘একবার মাত্র কান্না করায় তাঁরা ৪০ ডলার জরিমানা করেছে। তাঁরা জানতেই চেষ্টা করেনি কেন সে কান্না করেছে, এমনকি তাঁর কান্না থামানোরও কোনো চেষ্টার করেনি।’

যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত আবেগীয়/আচরণগত মূল্যায়ন হলো মানসিক স্বাস্থ্যের অবস্থা নির্ণয়ের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যক্তির মধ্যে মনোযোগ আকর্ষণে ঘাটতি বা হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডারের লক্ষণ, বিষন্নতা, উৎকণ্ঠা, আত্মহত্যার ঝুঁকি ইত্যাদি বিষয় নিরূপণ করার চেষ্টা করা হয়। এ পরীক্ষা সাধারণত কোনো ব্যক্তিকে চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের আগেই একটি কাগজে দেওয়া প্রশ্নপত্রের উত্তরের মাধ্যমে করা হয়।

 

 

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ