হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েলের জন্য ১৪৫০ কোটি ডলার ঘোষণা মার্কিন কংগ্রেসে, ফিলিস্তিনিদের জন্য শুধু ‘ভালো কথা’

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষে ইসরায়েলকে ১ হাজার ৪৫০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব পাস হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিরোধী দল রিপাবলিকান পার্টি উত্থাপিত এই প্রস্তাবটি পাস হয়। এদিকে ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আবারও ফিলিস্তিনিদের জন্য কেবল ‘ভালো কথা’ শুনিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের জীবন রক্ষায় জন্য আরও অনেক প্রচেষ্টা প্রয়োজন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব সেবা খাতের ব্যয় কাটছাঁট করে এই অর্থ সরবরাহ করা হবে ইসরায়েলকে। বিলটি হাউস অব রিপ্রেজেনটেটিভসে ২২৬-১৯৬ ভোটে পাস হয়। হাউসে সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা মাইক জনসন স্পিকার হওয়ার এই প্রথম কোনো বড় ধরনের বিল পাস হলো নিম্নকক্ষে। 

বিলটি নিম্নকক্ষে পাস হলেও কার্যকর হওয়ার জন্য এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে। বিলটি এখন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উত্থাপন করা হবে। যেখানে আবার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ। সিনেটে পাস হওয়ার পর বিলটি উত্থাপন করা হবে প্রেসিডেন্ট বাইডেনের টেবিলে। তিনি সম্মতি দিয়ে স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে এবং কেবল তখনই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই অর্থ সরবরাহ করতে পারবে। 

এদিকে, গাজা সংকট শুরু হওয়ায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েল সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে গিয়ে তিনি ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই আহ্বান উড়িয়ে দিয়েছেন। এই অবস্থায় ব্লিঙ্কেন ফিলিস্তিনিদের কেবলই ভালো কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, ‘বেসামরিক ফিলিস্তিনিদের জীবন রক্ষায় আমাদের আরও বেশি সচেষ্ট হতে হবে।’ 
 
নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ আমাদের আলোচনায় বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপিত হয়েছিল। যার মধ্যে রয়েছে—কীভাবে সর্বোচ্চ মানবিক সহায়তা নিশ্চিত করা যায়, কীভাবে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির বিষয়টিকে সমানতালে এগিয়ে নেওয়া যায় ইত্যাদি।’ তিনি বলেন, ‘এগুলো এমন সমস্যা যা আমাদের জরুরি ভিত্তিতে মোকাবিলা করা দরকার এবং আমরা বিশ্বাস করি যে এগুলো সমাধান করা যেতে পারে।’

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ