হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ‘চড়া মূল্য’ দিতে হবে রাশিয়াকে: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন ডিসির প্রেসিডেন্টের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন। সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সেখানে রাশিয়ার বিরুদ্ধে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও দেশটি থেকে রপ্তানি সীমিত করার ঘোষণা দেওয়ার পর সিএনএন-এর আরলেট সেনজের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি কোনো ধরনের গোয়েন্দা তথ্যের বিষয়ে কথা বলতে যাচ্ছি না, তবে রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তার জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।’ 

বাইডেন জানান, মার্কিন সরকার এর আগেও দেখেছে যে—রাশিয়ার সরকার ২০২০ সালে দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি ওপর ‘স্লো পয়জনের’ প্রয়োগ এবং ২০১৮ সালে ইংল্যান্ডে থাকা সের্গেই ও ইউলিয়া স্ক্রিপালের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল। 

সংবাদ সম্মেলনে বাইডেন আরও জানান, যুক্তরাষ্ট্র ও জি-৭ এর দেশগুলো মিলে রাশিয়ার ওপর আরও একাধিক নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। 

বাইডেন বলেন, ‘জি-৭ রাশিয়ার দুর্নীতিগ্রস্ত ধনকুবেরদেরও ওপর চাপ বাড়াচ্ছে। আমরা রুশ অভিজাত শ্রেণি ও তাঁদের পরিবারগুলোকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করছি। নিষেধাজ্ঞা কার্যকরে আমরা জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়াচ্ছি।’ 

এ ছাড়া, ওই সংবাদ সম্মেলনে বাইডেন জানান, যুক্তরাষ্ট্র জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়াকে তাঁদের ‘মোস্ট ফেভারড নেশনে’র তালিকা থেকে বাদ দেবে। 

বাইডেনের ধারণা, এই ধরনের পদক্ষেপ হয়তো পুতিনকে তাঁর কার্যক্রমের বিষয়ে আরও সতর্ক ও হিসেবি করে তুলবে। 

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যিশুর সদ্য আঁকা ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প

বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র

আমরা আর দেরি করব না—দায়িত্ব নিয়েই মামদানির ঘোষণা

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার