হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কোভিড আক্রান্ত জো বাইডেন

কোভিড আক্রান্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, কোভিড–১৯ এর বেশ কিছু মৃদু লক্ষণ দেখা দিয়েছে তাঁর মধ্যে। কোভিড আক্রান্ত হলেও তাঁর দায়িত্ব নিয়মিতই পালন করবেন তিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের এক বিবৃতিতে বাইডেনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট কোভিড–১৯ আক্রান্ত বিষয়টি জানার পর থেকে তাঁর পরিবারের সকল সদস্য, তাঁর সকল কর্মকর্তা–কর্মচারীদের থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন।

বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও কনর পিসিআর টেস্টের মাধ্যমে প্রেসিডেন্টের কোভিড আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে তা প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরেকে জানানো হয়। কোভিডের লক্ষণ হিসেবে বাইডেনের নাক দিয়ে পানি পড়া, ক্লান্তি অনুভব করা, মাঝে মাঝে শুকনো কাশি হওয়ার মতো লক্ষণগুলো দেখা দিয়েছে। 

কোভিড–১৯ এর চিকিৎসা হিসেবে প্রেসিডেন্ট বাইডেন প্যাক্সলোভিড গ্রহণ করছেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। এই ওষুধটি যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন কর্তৃক ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য নির্দেশিত। বাইডেনের বয়স ৭৯ বছর। 

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!