হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কোভিড আক্রান্ত জো বাইডেন

কোভিড আক্রান্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, কোভিড–১৯ এর বেশ কিছু মৃদু লক্ষণ দেখা দিয়েছে তাঁর মধ্যে। কোভিড আক্রান্ত হলেও তাঁর দায়িত্ব নিয়মিতই পালন করবেন তিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের এক বিবৃতিতে বাইডেনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট কোভিড–১৯ আক্রান্ত বিষয়টি জানার পর থেকে তাঁর পরিবারের সকল সদস্য, তাঁর সকল কর্মকর্তা–কর্মচারীদের থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন।

বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও কনর পিসিআর টেস্টের মাধ্যমে প্রেসিডেন্টের কোভিড আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে তা প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরেকে জানানো হয়। কোভিডের লক্ষণ হিসেবে বাইডেনের নাক দিয়ে পানি পড়া, ক্লান্তি অনুভব করা, মাঝে মাঝে শুকনো কাশি হওয়ার মতো লক্ষণগুলো দেখা দিয়েছে। 

কোভিড–১৯ এর চিকিৎসা হিসেবে প্রেসিডেন্ট বাইডেন প্যাক্সলোভিড গ্রহণ করছেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। এই ওষুধটি যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন কর্তৃক ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য নির্দেশিত। বাইডেনের বয়স ৭৯ বছর। 

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ