হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমলেও কমেনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের

যুক্তরাষ্ট্রের খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমলেও কমেনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। জ্বালানি তেলের মূল্যহ্রাস দেশটির মন্দার আশঙ্কায় থাকা অর্থনীতির জন্য একটি বড় ধরনের মুক্তির নিদর্শন। দেশটির জনগণ বিগত দুই বছর ধরেই ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছিল। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ কনজিউমার প্রাইস ইনডেক্স বা সিপিআই অনুসারে গত মাসে মূল্যস্ফীতি আরও না বাড়লেও তার আগের মাস জুনেই মূল্যস্ফীতি বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩ শতাংশ। তবে বার্তা সংস্থা রয়টার্স পরিচালিত এক জরিপে বলা হয়েছিল, জুলাই মাসে মূল্যস্ফীতির হার বাড়তে পারে দশমিক ২ শতাংশ। 

মার্কিন অর্থনীতিবিদ পল অ্যাশওয়ার্থ বলেছেন, ‘এখনো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কাঙ্ক্ষিত মাত্রা মূল্যস্ফীতি হ্রাস পায়নি। তবে, একে আমরা আগামী কয়েক মাসে দ্রব্যমূল্যের দাম কমানোর বিষয়ে একটি বড় ধরনের লক্ষণ হিসেবে বিবেচনা করতে পারি।’ 

এর আগে, চলতি আগস্টের শুরুতে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে। তেল সরবরাহে সামঞ্জস্য রক্ষায় ওপেক ও অন্যান্য শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিনিয়োগকারীরা।

বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীনে করোনাভাইরাসজনিত লকডাউনের কারণে জুলাইয়ে উৎপাদন কমেছে। ক্যাক্সিন/মার্কিট ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস সূচক (পিএমআই) আগের মাসের ৫১ দশমিক ৭ থেকে জুলাই মাসে ৫০ দশমিক ৪ এ নেমে এসেছে। অন্যদিকে জাপানের উৎপাদনও গত ১০ মাসের মধ্যে জুলাইয়ে সবচেয়ে কমেছে। বাজারবিশ্লেষক টিনা টিং বলেছেন, তেলের দাম কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে চীনের তেল উৎপাদন হতাশাজনকভাবে কমে যাওয়া। 

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ