হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমলেও কমেনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের

যুক্তরাষ্ট্রের খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমলেও কমেনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। জ্বালানি তেলের মূল্যহ্রাস দেশটির মন্দার আশঙ্কায় থাকা অর্থনীতির জন্য একটি বড় ধরনের মুক্তির নিদর্শন। দেশটির জনগণ বিগত দুই বছর ধরেই ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছিল। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ কনজিউমার প্রাইস ইনডেক্স বা সিপিআই অনুসারে গত মাসে মূল্যস্ফীতি আরও না বাড়লেও তার আগের মাস জুনেই মূল্যস্ফীতি বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩ শতাংশ। তবে বার্তা সংস্থা রয়টার্স পরিচালিত এক জরিপে বলা হয়েছিল, জুলাই মাসে মূল্যস্ফীতির হার বাড়তে পারে দশমিক ২ শতাংশ। 

মার্কিন অর্থনীতিবিদ পল অ্যাশওয়ার্থ বলেছেন, ‘এখনো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কাঙ্ক্ষিত মাত্রা মূল্যস্ফীতি হ্রাস পায়নি। তবে, একে আমরা আগামী কয়েক মাসে দ্রব্যমূল্যের দাম কমানোর বিষয়ে একটি বড় ধরনের লক্ষণ হিসেবে বিবেচনা করতে পারি।’ 

এর আগে, চলতি আগস্টের শুরুতে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে। তেল সরবরাহে সামঞ্জস্য রক্ষায় ওপেক ও অন্যান্য শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিনিয়োগকারীরা।

বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীনে করোনাভাইরাসজনিত লকডাউনের কারণে জুলাইয়ে উৎপাদন কমেছে। ক্যাক্সিন/মার্কিট ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস সূচক (পিএমআই) আগের মাসের ৫১ দশমিক ৭ থেকে জুলাই মাসে ৫০ দশমিক ৪ এ নেমে এসেছে। অন্যদিকে জাপানের উৎপাদনও গত ১০ মাসের মধ্যে জুলাইয়ে সবচেয়ে কমেছে। বাজারবিশ্লেষক টিনা টিং বলেছেন, তেলের দাম কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে চীনের তেল উৎপাদন হতাশাজনকভাবে কমে যাওয়া। 

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ: ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোট

ভারতের ওপর আসতে পারে ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসের বিলে ট্রাম্পের সবুজসংকেত

মোদি, মাখোঁ আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলি, নারী নিহত

৬৬ জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প

ভেনেজুয়েলার তেল ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণে ‘তিন ধাপের’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

রাশিয়া আর চীন একমাত্র যুক্তরাষ্ট্রকেই ভয় ও সম্মান করে: ট্রাম্প

রুশ পতাকাবাহী ট্যাংকারটি ধরেই ফেলল মার্কিন বাহিনী, আটলান্টিকে টানটান উত্তেজনা

ইউরোপজুড়ে তুষারপাতে বিপর্যয়: ৬ জনের মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল