হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভারতের বিরুদ্ধে শিখ হত্যার তথ্য পেয়েছে ফাইভ আইজ: কানাডায় মার্কিন রাষ্ট্রদূত

কানাডাসহ মিত্র দেশগুলোর গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’-এর কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার গণমাধ্যম সিটিভি নিউজ নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান মার্কিন রাষ্ট্রদূত ডেভিড কোহেন।

অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত গোয়েন্দা জোট ফাইভ আইজ। ডেভিড কোহেন বলেন, ‘ফাইভ আইজের অংশীদারদের মধ্যে কিছু তথ্য শেয়ার করা হয়েছিল। আর সেসবের সাহায্যেই প্রধানমন্ত্রী (জাস্টিন ট্রুডো) বিবৃতিটি দেন।’

সিটিভি নিউজ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ডেভিড কোহেনের আংশিক মন্তব্য প্রচার করেছিল সিটিভি। যুক্তরাষ্ট্রের দূতের সঙ্গে সম্পূর্ণ সাক্ষাৎকারটি আজ রোববার প্রচার করা হবে বলে জানানো হয়।

গত বৃহস্পতিবার কানাডীয় কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, হরদীপ হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ কানাডায় ভারতীয় কূটনীতিকদের নজরদারির ভিত্তিতেই তৈরি করা হয়েছে। যার মধ্যে গোয়েন্দা তথ্য দিয়েছে এক গুরুত্বপূর্ণ মিত্র দেশ। যদিও মিত্র দেশের নাম প্রকাশ করেননি সেই কর্মকর্তা।

শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের জেরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। হত্যাকাণ্ডে দিল্লির হাত আছে বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি অভিযোগ করেন। গত সোমবার কানাডার পার্লামেন্টে ট্রুডো বলেন, হরদীপ হত্যায় ভারত সরকার জড়িত থাকার বিষয়ে কানাডার গোয়েন্দা সংস্থার হাতে ‘বিশ্বাসযোগ্য’ সূত্র রয়েছে। ট্রুডোর এ অভিযোগকে ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে ভারত সরকার।

হরদীপ সিং হত্যায় ভারতের এজেন্টের জড়িত থাকার অভিযোগ এনে ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করে কানাডা। এর জবাবে ভারতও কানাডার এক জ্যেষ্ঠ কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে দিল্লি ছাড়ার আদেশ দেয়।

গত মঙ্গলবার কানাডা তার নাগরিকদের ভারত ভ্রমণের ব্যাপারে পরামর্শের তালিকা হালনাগাদ করেছে। এর জবাবে গত বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পরই কানাডায় ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয় নয়াদিল্লি।

কানাডা এখনো ট্রুডোর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করেনি।

ভারতে জন্ম গ্রহণ করা হরদীপ সিং নিজ্জার ২০০৭ সালে কানাডীয় নাগরিক হন। ভ্যাঙ্কুভারের শহরতলি সারের শিখ মন্দিরের বাইরে এ বছরের জুন মাসে তাঁকে গুলি করে হত্যার বহু আগেই ভারত সরকার তাঁকে খুঁজছিল।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস