হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টেক্সাসে কনসার্টে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টন শহরে আয়োজিত এক কনসার্টে পদদলিত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০০ মানুষ। স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কনসার্টটিতে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। নিহতরা সবাই হার্ট অ্যাটাকে মারা গেছেন। 

হিউস্টন শহরের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান নির্বাহী স্যামুয়েল পেনা বিবিসিকে এ সম্পর্কে বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয় কনসার্ট। তারপর রাত ৯ টার দিকে মঞ্চে ওঠেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ট্র্যাভিস স্কট। তিনি মঞ্চে উঠে সংগীত পরিবেশন শুরুর পরই তাঁকে কাছ থেকে দেখার জন্য মঞ্চের দিকে ছুটে আসতে থাকেন কনসার্টে উপস্থিত দর্শক-শ্রোতারা।

 স্যামুয়েল পেনা আরও বলেন, প্রথম দিকে দর্শক-শ্রোতাদের হুড়োহুড়ির কারণে অনেকেই পদদলিত হন। এ সময় ভিড়ের মধ্যে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁদের ছোটাছুটি আরও বেড়ে যায়।

স্থানীয় রাজনীতিবিদ লিনা হিডালগো এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, `আমাদের হৃদয় ভেঙে গেছে। কিন্তু চমৎকার মুহূর্ত কাটানোর পরিবর্তে যদি কনসার্টে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা দেখতে হয়, তা সত্যি খুবই দুঃখজনক ব্যাপার।'

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও