হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নাম পরিবর্তনের অনুমতি পেলেন ইলন মাস্কের কন্যা, বাবার সঙ্গেও সম্পর্কচ্ছেদ চান

নাম পরিবর্তনের অনুমতি পেয়েছেন বিশ্বের সেরা ধনী ইলন মাস্কের ট্রান্সজেন্ডার কন্যা। ইলন মাস্কের ১৮ বছর বয়সী কন্যার নাম ছিল জেভিয়ার আলেক্সান্ডার মাস্ক। আদালতের রায়ের ফলে তিনি তাঁর নাম বদলে ভিভিয়ান জেনা উইলসন রাখতে পারবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ট্যাবলয়েড ম্যাগাজিন টিএমজেডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইলন মাস্কের কন্যা বাবার সঙ্গে সম্পর্কচ্ছেদ এবং নাম পরিবর্তনের জন্য আদালতে আবেদন করেছিলেন। ভিভিয়ান জেনা উইলসন তাঁর ১৮ তম জন্মদিনের অল্প কয়েক দিন পরেই আদালতে এই আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে তাঁর নাম পরিবর্তনের অনুমতি দেয়। এর আগে, ইলন মাস্কের স্ত্রী ও ভিভিয়ানের মা জাস্টিন উইলসনের সঙ্গে ইলন মাস্কের বিয়ে বিচ্ছেদ হয় ২০০৮ সালে। 

টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের কন্যা আগে জেভিয়ার আলেক্সান্ডার মাস্ক আগে নারী বলে পরিচিত হতেন। কিন্তু আদালতের এই রায়ের ফলে তাঁকে এখন দ্রুতই নতুন জন্মসনদ দেওয়া হবে। 

ভিভিয়ান জেনা উইলসন তাঁর আবেদনে বলেছিলেন, ‘আমি কোনোভাবেই, কোনো উপায়েই আর আমার বাবার সঙ্গে থাকতে চাই না।’ তবে মাস্কের সঙ্গে তাঁর সন্তানের এমন সম্পর্কের বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। 

ভিভিয়ানের পর ইলন মাস্কের আরও ৮ সন্তান জন্ম গ্রহণ করে। তাদের মধ্যে ১ জন জন্মের অল্প কয়েক দিন পরেই মারা যায়।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস