হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আমেরিকা মরছে, বিশ্ববাসী তাকিয়ে হাসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা মারা যাচ্ছে এবং বিশ্ববাসী আমেরিকার দিকে তাকিয়ে হাসছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সুপার টুয়েসডেতে প্রায় ১৫টি অঙ্গরাজ্যের সবগুলোতে প্রাইমারি বা ককাসে জয়ের পথে থাকা ট্রাম্প বর্তমান প্রেসিডেন্টকে হারানোর প্রতিজ্ঞা করে এই মন্তব্য করেছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। ভাষণে ট্রাম্প ‘অভিবাসী অপরাধ’ বন্ধের প্রতিজ্ঞা ব্যক্ত করেন। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের শহরগুলো দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। আমাদের অঙ্গরাজ্যগুলো মারা যাচ্ছে। আরও সোজা ভাষায় বলতে গেলে, আমাদের দেশ মারা যাচ্ছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘এবং আমরা আমেরিকাকে আরও মহান দেশ—আগের যেকোনো সময়ের চেয়ে মহান—হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি।’ 

যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসীদের স্রোত ঠেকানোর বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের প্রবেশ ঠেকাতে যাচ্ছি। আমরা আমাদের সীমান্ত বন্ধ করে দেব।’ তিনি আরও বলেন, ‘আমরা অনেক লোককে—বিশেষ করে অনেক খারাপ লোককে—বের করে দেব। কারণ, আমাদের দেশ এভাবে চলতে পারে না।’ 

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বাইডেনের অভিবাসী অপরাধ’ যুক্তরাষ্ট্রকে বিশ্বের কাছে তামাশার পাত্র হিসেবে উপস্থাপন করেছে। তিনি বলেন, ‘এটি নতুন ধরনের অপরাধ এবং এটি খুবই সহিংস।’ এ সময় তিনি অভিবাসীদের ইঙ্গিত করে বলেন, ‘তারা প্রায়ই মাঝ রাস্তায় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ছে।’ 

ট্রাম্প বলেন, ‘তারা যদি এ ধরনের কাজ তাদের নিজ দেশে করত, তবে তাদের তাৎক্ষণিকভাবে হত্যা করা হতো, একেবারে তাৎক্ষণিকভাবে। কিন্তু তারা সেটা করে না। আর তাই বিশ্ব আমাদের দিকে তাকিয়ে হাসছে।’

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প