হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

 ‘২০২৪ সালের নির্বাচনেও লড়বেন ট্রাম্প’

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো লড়বেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনারকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ট্রাম্পের এক সময়ের প্রেস সেক্রেটারি শন স্পাইসার।

তবে ট্রাম্পের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে স্পাইসার যা বলেছেন সেটি তাঁর নিজের মত নাকি তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে সেটি বলেছেন তা এক্সামিনার নিশ্চিত করতে পারেনি।

সাক্ষাৎকারে শন স্পাইসার বলেন, জো বাইডেনের অভিবাসনের মতো বিষয়গুলো যেভাবে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে তা দেখে গত কয়েক মাস ধরে ট্রাম্পের নির্বাচনে লড়াইয়ের ইচ্ছা তীব্র হয়েছে।

ক্ষমতায় আসার পরই ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির একাধিক পরিবর্তন এনেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 ট্রাম্পের প্রেসিডেন্ট আমলে হোয়াইট হাউসের প্রথম প্রেস সেক্রেটারি ছিলেন শন স্পাইসার। এর আগে স্পাইসারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মার্কিন গণমাধ্যম।

যদিও তিনি বারবার দাবি করেছেন যে তিনি জেনেশুনে মার্কিনিদের কাছে কোনো মিথ্যা বলেননি। ২০১৭ সালে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেন স্পাইসার। দায়িত্ব নেওয়ার পর নানা কারণেই আলোচনায় ছিলেন স্পাইসার বিশেষ করে, সংবাদ সম্মেলনগুলোতে সাংবাদিকদের উদ্দেশ্যে তাঁর বাক্যবাণ ও কটাক্ষ নিয়ে সবসময়ই সমালোচিত ছিলেন স্পাইসার।

গত মার্চে ফ্লোরিডার অরল্যান্ডোর হায়াত রিজেন্সি হোটেলে রক্ষণশীলদের সম্মেলনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তাঁর প্রতিপক্ষদের তৃতীয়বারের মতো পরাজিত করবেন। ওই সময় সরাসরি ঘোষণা না দিলেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে