হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যানসারে মারা গেলেন শীর্ষ মার্কিন ফ্যাশন ডিজাইনার ভার্জিল আবলো

পুরুষদের পোশাকের জন্য জনপ্রিয় লুই ভুটোনের সৃজনশীল পরিচালক ও অফ-হোয়াইট ফ্যাশন লেবেলের প্রতিষ্ঠাতা ভার্জিল আবলো ক্যানসারে মারা গেছেন। গতকাল রোববার ক্যানসারের সঙ্গে লড়াই করে ৪১ বছর বয়সে তিনি মারা যান। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

২০১৯ সালে কার্ডিয়াক অ্যাঞ্জিওসারকোমা নামের একটি বিরল প্রকৃতির ক্যানসার ধরা পরে তাঁর। রোগ নির্ণয়ের পর থেকে ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ করেই তিনি কাজ চালিয়ে যান। অসংখ্য চ্যালেঞ্জিং চিকিৎসার মধ্য দিয়ে তিনি ফ্যাশন, শিল্প এবং সংস্কৃতিকে বিস্তৃত বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানকে পরিচালনা করেছেন। এসবের মধ্য দিয়ে তিনি তাঁর কাজের নীতি, অসীম কৌতূহল এবং আশাবাদ কখনই হারাননি। 

ভার্জিল আবলো একটি শীর্ষ ফরাসি ফ্যাশন হাউসের প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান সৃজনশীল পরিচালক, স্ট্রিট ওয়্যার যেমন হুডি এবং স্নিকার্স ক্যাটওয়াকে নিয়ে এসেছিলেন। তিনি ফ্যাশন জগৎকে অনেক দূর নিয়ে গেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডিজাইন হাউস থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সেই সঙ্গে একজন গভীর মানবিক স্বপ্নদর্শী হিসেবে অভিনেতা এবং ক্রীড়াবিদেরাও তাঁর প্রতি শ্রদ্ধা ও শোক জানিয়েছেন। 

খবরটি প্রকাশ করে ফরাসি ফ্যাশন হাউসের মূল সংস্থা এলভিএমএইচ আবলোকে ‘জিনিয়াস’ এবং ‘ভিশনারি’ হিসেবে বর্ণনা করেছে। 

এলভিএমএইচ এর প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্ট এক বিবৃতিতে বলেছেন, ‘এই ভয়ংকর খবরে আমরা সবাই হতবাক। ভার্জিল শুধুমাত্র একজন প্রতিভা ডিজাইনার, একজন স্বপ্নদর্শীই ছিলেন না, তিনি একজন সুন্দর আত্মা এবং মহান প্রজ্ঞার অধিকারীও ছিলেন।’ 

মার্কিন ডিজাইনার ক্যানিয়ে ওয়েস্টের সৃজনশীল পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু পরে লুই ভুটোনের নেতৃত্বে প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন। 

ভার্জিল আবলো স্ত্রী শ্যানোন ও তাঁর দুই সন্তান নিয়ে থাকতেন। তাঁর ইনস্টাগ্রাম পেজে এক বিবৃতি তাঁকে ‘একনিষ্ঠ বাবা, স্বামী, পুত্র, ভাই এবং বন্ধু’ হিসাবে বর্ণনা করা হয়েছে।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ