হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রাশিয়ার বিরুদ্ধে আসন্ন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ যুক্তরাষ্ট্রের 

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য রাশিয়া নিরন্তর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছে মার্কিন প্রশাসন। বাংলাদেশ সময় বুধবার রাতে একটি ব্রেকিং নিউজে খবরটি জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস জানিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড ছাড়াও একাধিক পদক্ষেপের মাধ্যমে রাশিয়া মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাশিয়ার এমন চেষ্টাকে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

এ বিষয়ে সিএনএন জানিয়েছে, এবারের নির্বাচনকে প্রভাবিত করতে ক্রেমলিন নিয়ন্ত্রিত মিডিয়া এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম মার্কিন ভোটারদের মধ্যে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করছে বলে জানতে পেরেছে বাইডেন প্রশাসন। তবে আশা করা হচ্ছে, রাশিয়ার এ ধরনের প্রচেষ্টাকে মোকাবিলা করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করবে হোয়াইট হাউস। এর মধ্যে রাশিয়ার কার্যকলাপের প্রকাশ্য নিন্দা ছাড়াও দেশটির প্রচার যন্ত্রগুলোকে লক্ষ্যবস্তু করে আইনি পদক্ষেপের ঘোষণা দেবে মার্কিন বিচার বিভাগ।

প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, প্রচার অভিযানকে মোকাবিলার জন্য মার্কিন ঘোষণার কেন্দ্র রয়েছে এখন রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ‘আরটি’। মার্কিন কর্মকর্তারা এই মাধ্যমটিকে ক্রেমলিনের প্রচার প্রচেষ্টার মূল যন্ত্র হিসেবে দেখেন।

সিএনএনকে চারটি সূত্র নিশ্চিত করেছে, নির্বাচনকে সামনে রেখে রাশিয়ার প্রচার অপারেশন আমেরিকান এবং অ-আমেরিকান উভয় ভয়েসের মাধ্যমেই ছড়িয়ে দেওয়া হচ্ছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে রাশিয়া টুডে নামে পরিচিত ‘আরটি’ সংস্থাটি টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্ম চালায়। ক্রেমলিনের এজেন্ডাকে বাস্তবায়নের জন্য এটি বড় ভূমিকা রাখে।

মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়ার প্রচেষ্টার পর থেকে আরও বেশি সংখ্যক বিদেশি প্রতিপক্ষ হস্তক্ষেপ করার চেষ্টা চালাচ্ছে।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস