হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রাশিয়ার বিরুদ্ধে আসন্ন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ যুক্তরাষ্ট্রের 

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য রাশিয়া নিরন্তর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছে মার্কিন প্রশাসন। বাংলাদেশ সময় বুধবার রাতে একটি ব্রেকিং নিউজে খবরটি জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস জানিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড ছাড়াও একাধিক পদক্ষেপের মাধ্যমে রাশিয়া মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাশিয়ার এমন চেষ্টাকে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

এ বিষয়ে সিএনএন জানিয়েছে, এবারের নির্বাচনকে প্রভাবিত করতে ক্রেমলিন নিয়ন্ত্রিত মিডিয়া এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম মার্কিন ভোটারদের মধ্যে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করছে বলে জানতে পেরেছে বাইডেন প্রশাসন। তবে আশা করা হচ্ছে, রাশিয়ার এ ধরনের প্রচেষ্টাকে মোকাবিলা করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করবে হোয়াইট হাউস। এর মধ্যে রাশিয়ার কার্যকলাপের প্রকাশ্য নিন্দা ছাড়াও দেশটির প্রচার যন্ত্রগুলোকে লক্ষ্যবস্তু করে আইনি পদক্ষেপের ঘোষণা দেবে মার্কিন বিচার বিভাগ।

প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, প্রচার অভিযানকে মোকাবিলার জন্য মার্কিন ঘোষণার কেন্দ্র রয়েছে এখন রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ‘আরটি’। মার্কিন কর্মকর্তারা এই মাধ্যমটিকে ক্রেমলিনের প্রচার প্রচেষ্টার মূল যন্ত্র হিসেবে দেখেন।

সিএনএনকে চারটি সূত্র নিশ্চিত করেছে, নির্বাচনকে সামনে রেখে রাশিয়ার প্রচার অপারেশন আমেরিকান এবং অ-আমেরিকান উভয় ভয়েসের মাধ্যমেই ছড়িয়ে দেওয়া হচ্ছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে রাশিয়া টুডে নামে পরিচিত ‘আরটি’ সংস্থাটি টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্ম চালায়। ক্রেমলিনের এজেন্ডাকে বাস্তবায়নের জন্য এটি বড় ভূমিকা রাখে।

মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়ার প্রচেষ্টার পর থেকে আরও বেশি সংখ্যক বিদেশি প্রতিপক্ষ হস্তক্ষেপ করার চেষ্টা চালাচ্ছে।

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প