হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

করোনার টিকা নিলেই গাঁজা ফ্রি!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে প্রাপ্তবয়স্ক যে কোনো  ব্যক্তি করোনার টিকা নিলে বিনা মূল্যে পাবেন গাঁজার একটি ‘জয়েন্ট’। টিকা নিতে মানুষকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের ‘মদ ও গাঁজা বিষয়ক বোর্ড’  (এলসিবি) এ ঘোষণা দিয়েছে।

জানা গেছে, আগামী ১২ জুলাই পর্যন্ত ওয়াশিংটনের বাসিন্দারা এই সুযোগ পাবেন।

 ২০১২ সালে ওয়াশিংটনে বিনোদনমূলক ব্যবহারের জন্য গাঁজা বৈধ করা হয়।

স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনের ‘মদ ও গাঁজা বিষয়ক বোর্ড’ (এলসিবি) জানায়, সীমিত সময়ের জন্য টিকা নিলে বিনা মূল্যে পাওয়া যাবে গাঁজার একটি জয়েন্ট। তবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অভিনন্দনসূচক এই উপহার দেওয়া হবে না। ২১ বছর বয়স এবং এর বেশি বয়সীরাই টিকা দিলে বিনা মূল্যে গাঁজার জয়েন্ট পাবেন।

ওয়াশিংটনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়, অঙ্গরাজ্যটিতে অর্ধেকের বেশি প্রাপ্ত বয়স্ক এ পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন।

আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এর আগেই ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকানকে অন্তত করোনার এক ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু দেশটিতে টিকা নেওয়ার গতি কমে আসছে। এমন অবস্থায় নেওয়া হচ্ছে অভিনব এমন নানা পদক্ষেপ।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬৩ দশমিক সাত শতাংশ প্রাপ্ত বয়স্ক আমেরিকান এক ডোজ টিকা করোনা টিকা পেয়েছেন।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস