হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সাবেক পুলিশ কর্মকর্তা শভিনের সাড়ে ২২ বছরের কারাদণ্ড 

ঢাকা: কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা মামলায় দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনকে ২২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় সময় শুক্রবার মিনেসোটার একটি আদালতে এ রায় দেওয়া হয়। 

রায়ের পর দেওয়া একটি বিবৃতিতে জর্জ ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড এক বিবৃতিতে বলেন, `আমার ভাই জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের ঘটনায় মিনিয়াপলিস পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছেন, তা থেকে বোঝা যাচ্ছে যে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়েছে।'

এদিকে ফ্লয়েডের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অন্যায়ভাবে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির জীবন কেড়ে নেওয়ার দায়ে একবারের জন্য হলেও একজন পুলিশ কর্মকর্তাকে জবাবদিহি করতে হলো। 

 এর আগে ফ্লয়েড হত্যায় শভিনকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়: সেকেন্ড ডিগ্রি মার্ডার, থার্ড ডিগ্রি মার্ডার এবং নরহত্যা।   

 গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের মিনেয়াপলিসে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর ফ্লয়েডের ঘাড়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন হাঁটু গেড়ে বসে থাকার ৯ মিনিটের ভিডিও সারা বিশ্বে সমালোচনার ঝড় তোলে। সে সময় ফ্লয়েড বারবারই আমি নিঃশ্বাস নিতে পারছি না বলে আকুতি জানালেও তা মন গলাতে পারেনি তাঁকে আটক করা পুলিশ কর্মকর্তার। 

ওই ঘটনায় ফ্লয়েডের মৃত্যুর পর ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। নিরস্ত্র এই কৃষ্ণাঙ্গের মৃত্যুর মাসখানেক পর তাঁর পরিবার শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে। 

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ