হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পকে হারিয়ে রিপাবলিকান প্রাইমারিতে প্রথমবার জিতলেন নিক্কি হ্যালি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে প্রাইমারি-ককাস নির্বাচন। এরই মধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে প্রাইমারি বা ককাস নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে রিপাবলিকান প্রাইমারি বা ককাসে ডোনাল্ড ট্রাম্প সবগুলোতেই জয় পেয়েছেন। তবে ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন নিক্কি হ্যালি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে হারিয়ে এই প্রথমবারের প্রাইমারি জিতলেন নিক্কি হ্যালি। প্রথম নারী প্রার্থী হিসেবে রিপাবলিকান প্রাইমারি জিতেছেন নিক্কি হ্যালি। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এখনো যোজন যোজন এগিয়ে ট্রাম্প। 

জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা নিক্কি হ্যালি ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে ৬২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৩৩ দশমিক ২ শতাংশ ভোট। 

এর আগে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিশিগান, মিজৌরি এবং আইডাহো রিপাবলিকান ককাসে জয় লাভ করেন। তিন অঙ্গরাজ্যেই ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে টিকে থাকা শেষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে বড় ব্যবধানে হারিয়েছেন। 

রিপাবলিকান পার্টির মিশিগান রাজ্য শাখা জানিয়েছে, সেখানকার ১৩টি ডিসট্রিক্টের সব কটিতেই নিকি হ্যালিকে হারিয়েছেন ট্রাম্প। তিনি পেয়েছেন প্রায় ৯৮ শতাংশ সমর্থন। ট্রাম্পের ১৫৭৫ ভোটের বিপরীতে হ্যালি পান মাত্র ৩৬ ভোট। 

তারও আগে, আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, দ্য ইউএস ভার্জিন আইল্যান্ডস ও নিক্কি হ্যালির নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনা প্রাইমারি ও ককাসে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি