যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে একটি ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও ৫০ জন আহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মন্টানার ছোট শহর জপলিনে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি শিকাগো থেকে সিয়াটল এবং পোর্টল্যান্ডে যাচ্ছিল।
রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন। উদ্ধারকারীরা যাত্রীদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এ ঘটনায় তদন্ত শুরু করেছে।