হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশের আশঙ্কা বিল গেটসের

করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় শঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনাঢ্য ব্যক্তি বিল গেটস। গতকাল মঙ্গলবার একাধিক টুইট বার্তায় এই পরিস্থিতিতে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। 

ওমিক্রন সংক্রমণের কারণে নিজের আসন্ন ছুটির দিনের বেশির ভাগ পরিকল্পনা বাতিল করেছেন বলেও জানিয়েছেন তিনি। 

গেটসের টুইটগুলো ওমিক্রন ভেরিয়েন্টের ভয়াবহতার ওপর জোর দিয়ে লেখা হয়েছে। 

একটি টুইট বার্তায় বিল গেটস বলেন, ইতিহাসের যেকোনো ভাইরাসের চেয়ে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি শিগগিরই বিশ্বের প্রতিটি দেশে হবে

আরেকটি টুইট বার্তায় মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বলেন, আমাদেরকে এই সত্য উপলব্ধি করতে হবে যে, আমরা করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি। 

 আরেকটি টুইটে বিল গেটস বলেন, ওমিক্রনে সংক্রমিত ব্যক্তি ঠিক কতটা অসুস্থ হবে, সেটি আমরা ঠিক জানি না। এমনকি ওমিক্রন যদি ডেল্টার তুলনায় মাত্র অর্ধেক মাত্রায়ও ক্ষমতাসম্পন্ন হয় তাহলেও সেটি ইতিহাসের সবেচেয়ে বেশি সংক্রামক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। কারণ করোনার এই ভ্যারিয়েন্টটি খুবই সংক্রামক। 

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বিল গেটস যখন এমন শঙ্কা প্রকাশ করলেন যখন যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্তদের ৭৩ শতাংশেরও বেশি মানুষ ভাইরাসের নতুন ধরনের কারণে সংক্রমিত হয়েছেন। মাত্র এক সপ্তাহের মধ্যে ওমিক্রনে সংক্রমণের হার ৩ শতাংশ থেকে একলাফে ৭৩ শতাংশে পৌঁছেছে। 

এমন পরিস্থিতিতে মার্কিনিদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি টিকার উভয় ডোজ সম্পন্ন করা ব্যক্তিদের বুস্টার ডোজ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। অনেকটা একই সুর উঠে এসেছে বিল গেটসের টুইটেও। 

মাইক্রোসফটের এই সহ-প্রতিষ্ঠাতার ভাষায়, করোনা টিকার বুস্টার ডোজ সবচেয়ে ভালো সুরক্ষা দেয়।

 প্রথমে শঙ্কা প্রকাশ করলেও শেষ দিকে ইতিবাচকভাবে টুইট শেষ করেছেন বিল গেটস। শেষ টুইট বার্তায় তিনি বলেন, চিরকাল এই মহামারি থাকবে না। একদিন এটি শেষ হবে। আমরা যত ভালোভাবে একে অপরের যত্ন নেব, তত তাড়াতাড়ি সেই সময় আসবে।

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মোদি-ট্রাম্প ফোনালাপ