হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশের আশঙ্কা বিল গেটসের

করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় শঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনাঢ্য ব্যক্তি বিল গেটস। গতকাল মঙ্গলবার একাধিক টুইট বার্তায় এই পরিস্থিতিতে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। 

ওমিক্রন সংক্রমণের কারণে নিজের আসন্ন ছুটির দিনের বেশির ভাগ পরিকল্পনা বাতিল করেছেন বলেও জানিয়েছেন তিনি। 

গেটসের টুইটগুলো ওমিক্রন ভেরিয়েন্টের ভয়াবহতার ওপর জোর দিয়ে লেখা হয়েছে। 

একটি টুইট বার্তায় বিল গেটস বলেন, ইতিহাসের যেকোনো ভাইরাসের চেয়ে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি শিগগিরই বিশ্বের প্রতিটি দেশে হবে

আরেকটি টুইট বার্তায় মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বলেন, আমাদেরকে এই সত্য উপলব্ধি করতে হবে যে, আমরা করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি। 

 আরেকটি টুইটে বিল গেটস বলেন, ওমিক্রনে সংক্রমিত ব্যক্তি ঠিক কতটা অসুস্থ হবে, সেটি আমরা ঠিক জানি না। এমনকি ওমিক্রন যদি ডেল্টার তুলনায় মাত্র অর্ধেক মাত্রায়ও ক্ষমতাসম্পন্ন হয় তাহলেও সেটি ইতিহাসের সবেচেয়ে বেশি সংক্রামক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। কারণ করোনার এই ভ্যারিয়েন্টটি খুবই সংক্রামক। 

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বিল গেটস যখন এমন শঙ্কা প্রকাশ করলেন যখন যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্তদের ৭৩ শতাংশেরও বেশি মানুষ ভাইরাসের নতুন ধরনের কারণে সংক্রমিত হয়েছেন। মাত্র এক সপ্তাহের মধ্যে ওমিক্রনে সংক্রমণের হার ৩ শতাংশ থেকে একলাফে ৭৩ শতাংশে পৌঁছেছে। 

এমন পরিস্থিতিতে মার্কিনিদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি টিকার উভয় ডোজ সম্পন্ন করা ব্যক্তিদের বুস্টার ডোজ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। অনেকটা একই সুর উঠে এসেছে বিল গেটসের টুইটেও। 

মাইক্রোসফটের এই সহ-প্রতিষ্ঠাতার ভাষায়, করোনা টিকার বুস্টার ডোজ সবচেয়ে ভালো সুরক্ষা দেয়।

 প্রথমে শঙ্কা প্রকাশ করলেও শেষ দিকে ইতিবাচকভাবে টুইট শেষ করেছেন বিল গেটস। শেষ টুইট বার্তায় তিনি বলেন, চিরকাল এই মহামারি থাকবে না। একদিন এটি শেষ হবে। আমরা যত ভালোভাবে একে অপরের যত্ন নেব, তত তাড়াতাড়ি সেই সময় আসবে।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস