রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গভীর সম্পর্কের কথা প্রকাশ করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প এমনটি বলেন। সেখানে ট্রাম্প দাবি করেন, তিনি থাকলে ইউক্রেন সমস্যা এমন হতো না। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিবৃতিতে ট্রাম্প বলেন, সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে ইউক্রেনে বর্তমানে যে পরিস্থিতি ঘটছে, তা একেবারেই হতো না। আমি ভ্লাদিমির পুতিনকে খুব ভালো করেই চিনি এবং ট্রাম্প প্রশাসনের সময় তিনি যা করেছেন তা কখনোই করতেন না।
পুতিনের পূর্ব ইউক্রেনে রুশ সেনা পাঠানোর নির্দেশের প্রসঙ্গ তুলে ধরে ট্রাম্প বলেন, এখন তো এটা শুরু হয়েছে। জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। পুতিন সব সময় যেটা চান, এখন তিনি শুধু সেটাই পাচ্ছেন না, বরং এর চেয়েও বেশি কিছু পাচ্ছেন। কারণ, তেল ও গ্যাসের দাম বাড়ছে। মস্কো আরও ধনী হচ্ছে।
ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন ঘোষণার পর আন্তর্জাতিক তোপের মুখে পড়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।