হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভিসা পাসপোর্ট টিকিট ছাড়াই আমেরিকায় এক রাশিয়ান, ধন্দে পড়েছে এফবিআই

ঘটনাটি গত মাসের। কোনো টিকিট, পাসপোর্ট, ভিসা এমনকি বিমানে উপস্থিতির কোনো রেকর্ড ছাড়াই যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন রাশিয়ার এক নাগরিক। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে তিনি কীভাবে চড়ে বসেছিলেন, তা এখন অনেকের কাছে বিস্ময়। এ বিষয়ে বুধবার আদালতের রেকর্ডের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফক্স নিউজ।

এ ঘটনায় বর্তমানে একটি তদন্ত চলছে। অবস্থা এমন যে ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা নিয়ে অভিযুক্ত রুশ নাগরিকও বিভ্রান্তি প্রকাশ করছেন। 

আদালতের নথি অনুসারে রাশিয়ার ওই নাগরিকের নাম সের্গেই ভ্লাদিমিরোভিচ ওচিগাভা। স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে কোপেনহেগেন থেকে তিনি রওনা হয়েছিলেন। পরে গত ৪ নভেম্বর কোনো পরিচয়পত্র বা বোর্ডিং পাস ছাড়াই লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

আশ্চর্যের বিষয় হলো, ফ্লাইটের সময় ওচিগাভাকে চারপাশে ঘুরে বেড়াতে, আসন পরিবর্তন করতে, এমনকি খাবার সরবরাহের সময় কেবিন ক্রুদের কাছ থেকে প্রতিবার দুটি খাবারের অনুরোধ করতে দেখা গেছে। একপর্যায়ে তিনি কেবিন ক্রুদের জন্য বরাদ্দ চকলেট খেয়ে ফেলারও চেষ্টা করেছিলেন। 

ঘটনাটি যখন নজরে আসে, শুল্ক কর্মকর্তারা তখন আবিষ্কার করেন, ডেনমার্ক থেকে বহনকারী বিমান তো বটেই, বিমানবন্দরে অবতরণ করা অন্য কোনো ফ্লাইটেও ওচিগাভার নাম ছিল না। 

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির কেবিন ক্রুরা নিজ নিজ বিভাগের দায়িত্ব পালন করতে গিয়ে যাত্রীর সংখ্যা গণনা করেছেন। কিন্তু কেউই বাড়তি যাত্রী হিসেবে ওচিগাভার অস্তিত্ব ধরতে পারেননি। ক্রুদের একজন জানিয়েছেন, বিমানের অন্য যাত্রীদের সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে সব সময় যুক্ত থাকার চেষ্টা করছেন ওচিগাভা। তবে বেশির ভাগ যাত্রীই তাঁকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। রহস্যজনক পুরো বিষয়টি নিয়েই এখন মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। 

এফবিআইয়ের এজেন্ট ক্যারোলিন ওয়ালিংয়ের দায়ের করা অভিযোগ অনুসারে ওচিগাভা দাবি করেছেন, তিনি তিন দিন ঘুমাননি এবং কী ঘটছে, তা বুঝতে পারেননি। আর ভ্রমণের সময় বিমানের টিকিট সঙ্গে ছিল বলেও অনুমান করছেন ওচিগাভা। তবে এ বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি কীভাবে কোপেনহেগেন থেকে বিমানে উঠেছিলেন, সে বিষয়েও কিছুই মনে নেই।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস