হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চায় যুক্তরাষ্ট্র 

রাশিয়ার তেলের ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প উৎস হিসেবে ভেনেজুয়েলার কথা বিবেচনায় রেখেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দেশটি ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ভাবছে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। 

বিষয়টি নিয়ে অবগত হোয়াইট হাউসের এমন একজন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বাইডেন প্রশাসন ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো শিথিল করার সম্ভাবনা বিবেচনা করছে। যাতে দেশটি আবারও তেল উৎপাদন শুরু ও আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারে। 

ওই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো রাশিয়ার তেলের ওপর বিশ্ব বাজারের নির্ভরতা হ্রাস করা এবং দক্ষিণ আমেরিকায় রাশিয়ার অন্যতম প্রধান মিত্রের কাছ থেকে বিচ্ছিন্ন করা। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের পরিচালক জুয়ান গঞ্জালেজ, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত রজার কারস্টেনসসহ বাইডেন প্রশাসনের একটি প্রতিনিধি দলকে এই বিষয়ে আলোচনা করার জন্য সপ্তাহ খানেক আগে কারাকাসে পাঠানো হয়েছিল। 

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে ওয়াশিংটন ভেনেজুয়েলার তেলের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর আগের বছর অর্থাৎ ২০১৮ সালের নির্বাচনে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে নিকোলাস মাদুরোর বিজয়কে পাতানো বলে ঘোষণা দিয়ে কারাকাস থেকে দূতাবাস গুটিয়ে নেয় যুক্তরাষ্ট্র। 

রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলো রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার উপায়গুলো নিয়ে ভাবছে।’ 

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি