হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১০ লাখ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১০ লাখের মাইলফলক স্পর্শ করেছে। নিউইয়র্কে যাঁর দেহে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল, সেই ডায়ানা বেরেন্ট বলেছেন, ‘এটি বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণীকে ছাড়িয়ে গেছে। সংখ্যাটি সত্যিই অকল্পনীয়।’ বার্তা সংস্থা এএফপি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এএফপি জানিয়েছে, করোনা মহামারি শুরু হওয়ার পর গত দুই বছরে শুধু নিউইয়র্কেই ৪০ হাজার মানুষ মারা গেছে। 

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮ কোটি ২২ লাখ ৬০ হাজার ৩৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

যুক্তরাষ্ট্রের আরেকটি সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ক্যালিফোর্নিয়ার সান জোসের জনসংখ্যার সমান। দেশটিতে অতি আশ্চর্য গতিতে করোনা ভাইরাস ছড়িয়েছিল এবং করোনা মহামারিতে পর্যুদস্ত দেশগুলোর মধ্যে শীর্ষ একটি দেশে পরিণত হয়েছিল। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার কমলেও এখনো প্রতিদিন প্রায় ৩৬০ জন মারা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসজনিত মৃত্যুর লাগাম টেনে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু করোনার প্রাদুর্ভাবের প্রথম দিকে মৃত্যুহার কল্পনার চেয়েও বেশি ছিল। 

২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ক্যারোলিনায় একটি সমাবেশে তিনি বলেছিলেন, ‘এখন পর্যন্ত আমরা করোনা ভাইরাসের কারণে কাউকে হারাইনি। এটি ডেমোক্র্যাটদের নতুন প্রতারণা।’ 

এই বক্তব্যের এক দিন পরেই ওয়াশিংটনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, ‘ওয়াশিংটনে একজন করোনা ভাইরাসের রোগী মারা গেছেন।’ এর দুই বছর পর বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় গিয়ে দাঁড়াল। মৃত্যুর দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৬ লাখ ৬০ হাজার ব্যক্তির মৃত্যু রেকর্ড করা হয়েছে। 

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস