হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সেমি অটোমেটিক অস্ত্র নিষিদ্ধের আহ্বান কমলা হ্যারিসের

পর পর দুটি ভয়াবহ বন্দুক সহিংসতার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ‘অ্যাসল্ট ওয়েপনস’ বা আধা স্বয়ংক্রিয় অস্ত্র (সেমি অটোমেটিক) নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার ৮৬ বছর বয়সী রুথ উইটফিল্ডের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়ে কমলা হ্যারিস এই আহ্বান জানান। রুথ গত ১৪ মে বাফেলো সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছিলেন। এর মাত্র ১০ দিন পর টেক্সাসের একটি স্কুলে একজন বন্দুকধারী হামলা চালিয়ে ১৯ শিশু ও দুই শিক্ষককে মেরে ফেলেছে।

কমলা হ্যারিস বলেন, ‘যথেষ্ট হয়েছে। এসব বন্দুক সহিংসতা আর সহ্য করা যায় না। এ ধরনের অপরাধ বন্ধ করতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। বন্দুক সহিংসতা বন্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সাহস থাকা উচিত।’

সমাধান খুব সহজ উল্লেখ করে হ্যারিস বলেন, ‘সব ধরনের সেমি অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করতে হবে। আপনি কি জানেন, অ্যাসল্ট ওয়েপন বা সেমি অটোমেটিক অস্ত্র কী? এটি হচ্ছে বিশেষ উদ্দেশ্যে তৈরি করা অস্ত্র, যা দিয়ে খুব অল্প সময়ে অনেক মানুষ মেরে ফেলা যায়। এ ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়। নাগরিক সমাজে এই অস্ত্রের কোনো জায়গা নেই।’

গত মঙ্গলবার টেক্সাসের উভালদের স্কুলে যিনি হামলা চালিয়েছেন, তাঁর কাছে এআর-১৫ ধরনের সেমি অটোমেটিক রাইফেল ছিল। এ ছাড়া তাঁর কাছে ১ হাজার ৬৫৭ রাউন্ড গুলি ও ৬০টি ম্যাগাজিন পাওয়া গেছে।

অন্যদিকে নিউইয়র্কের বাফেলো সুপারমার্কেটে যিনি হামলা চালিয়েছিলেন, তাঁর কাছেও এআর-১৫ ধরনের সেমি অটোমেটিক অস্ত্র পাওয়া গেছে। এসব অস্ত্র কেনার সময় এরা কেউই বাধার মুখে পড়েননি।

কমলা হ্যারিস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে কেউ যখন-তখন কেন এসব অস্ত্র হরহামেশা কিনতে পারবে? তাঁদের কাছে অস্ত্র বিক্রির আগে কেউ কি জানতে চেয়েছে, লোকটি অপরাধী কি না? লোকটি অন্যদের জন্য হুমকি কি না?’ 

যুক্তরাষ্ট্রে বন্দুক আইন এখন আলোচিত বিষয়। এ আইনের সংস্কার নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন মার্কিন রাজনীতিকেরা। প্রায় সব ডেমোক্র্যাট এই আইনের শক্তিশালী নিয়ন্ত্রণ চান। অন্যদিকে মাত্র ২৪ শতাংশ রিপাবলিকান রয়েছেন অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে।

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র