হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

করোনা ও বৈরী আবহাওয়ায় বিশ্বে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল

সারা বিশ্বে করোনার প্রাদুর্ভাব ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় ৪ হাজার ৪০০ ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে আড়াই হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে। গতকাল শনিবার এই ফ্লাইটগুলো বাতিল হয়। এয়ার ট্রাফিক সাইট ফ্লাইটঅ্যাওয়ারের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়, করোনায় আক্রান্ত কর্মীদের কোয়ারেন্টিন নিয়ে এয়ারলাইনসগুলোকে জটিলতায় পড়তে হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ভারী তুষারপাতের কারণে এই ফ্লাইটগুলো বাতিল হয়। যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে শিকাগোর ও’হারে ও মিডওয়ে বিমানবন্দরের ফ্লাইট রয়েছে ১ হাজারের বেশি। 

শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ভারী তুষারপাত হয়। এর ফলে ভ্রমণকারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। 

ইউনাইটেড এয়ারলাইনসের এক বিবৃতিতে বলা হয়েছে, করোনার ওমিক্রন ধরন এবং বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। তবে তাঁরা আগেভাগেই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফ্লাইট বাতিলের সম্ভাবনার কথা জানিয়েছেন, যাঁতে তারা পুনরায় সুবিধামতো ফ্লাইটের অগ্রিম টিকিট কাটতে পারেন। 

গত ২৪ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ১২ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। তবে এয়ারলাইনসগুলো তাদের কর্মীর সংকট কাটাতে অতিরিক্ত পারিশ্রমিক দিচ্ছে। কিন্তু এর পরও কর্মীরা করোনায় আক্রান্তের আশঙ্কায় রয়েছেন।

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া