হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জেলেনস্কিকে আব্রামস ট্যাংকসহ ১৩ কোটি ডলারের সমরাস্ত্র উপহার দিল যুক্তরাষ্ট্র 

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও আব্রামস ট্যাংকসহ প্রায় ১৩ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সফরের সময় তিনি এই ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর এ নিয়ে দুবার ওয়াশিংটন সফর করলেন জেলেনস্কি। তবে এই সফরে জেলেনস্কি মার্কিন কংগ্রেসে রিপাবলিকানদের তরফ থেকে বাধার মুখে পড়েন। বিরোধী দল রিপাবলিকান পার্টি ইউক্রেনকে খুব বেশি আর্থিক সহায়তা দিতে ইচ্ছুক নয়।

হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আগামী সপ্তাহেই ইউক্রেনে প্রথম আব্রামস ট্যাংক পৌঁছাবে।’ বাইডেন জানান, তিনি ইউক্রেনের জন্য আরও নতুন সহায়তা প্যাকেজের প্রস্তাব দিয়েছেন। এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে—আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, হিমার্স রকেটের গোলা, অ্যান্টি ট্যাংক অস্ত্র এবং অন্যান্য গোলাবারুদ।

কিয়েভ বারবার যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করলেও ওয়াশিংটন এবারও দীর্ঘ পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করেনি বা এ বিষয়ে কোনো প্রতিশ্রুতিও দেয়নি।

হোয়াইট হাউসে বাইডেন প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি অনবরত সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি দাবি করেন, ওয়াশিংটনের সঙ্গে তাঁর আলোচনা দৃঢ় ও ফলপ্রসূ হয়েছে। 

ইউক্রেন যুদ্ধ চলার সময় উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘এই ৫৭৫ দিন আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।’ তিনি আরও বলেন, ‘মার্কিন জনগণকে ধন্যবাদ, তাঁরা এত দিন ধরে আমাদের সঙ্গে, আমাদের সাধারণ জনগণের পাশে থেকেছেন।’ 

বাইডেন ঘোষিত সামরিক সহায়তার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘ঠিক এই সহায়তাই আমাদের সৈন্যদের প্রয়োজন ছিল। এটি খুবই শক্তিশালী সহায়তা প্যাকেজ।’

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস