হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফের ক্যাপিটল হিলে হামলা, নিহত ২

মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে হিলে হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩ মার্চ) এই হামলার ঘটনা ঘটে।  এতে আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মকর্তা।  পুলিশের গুলিতে মারা গেছেন সন্দেহভাজন হামলাকারী।

 নিহত পুলিশ কর্মকর্তার নাম উইলিয়াম বিলি ইভান্স । তিনি ক্যাপিটল পুলিশে ১৮ বছর ধরে কাজ করছিলেন বলে মার্কিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বার্তা সংস্থা  রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি দ্রুতগতির গাড়ি ক্যাপিটলের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করে। বিলি ইভান্স বাধা দিতে গেলে তাকে চাপা দেয়। এরপর গাড়ির চালক নেমে ছুরি নিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে তেড়ে যায়। তখন পুলিশ গুলি ছুড়লে ওই হামলাকারীর মৃত্যু হয়।

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটে সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগ আছে বলে মনে হচ্ছে না।

তদন্তের কাজ করছেন এমন দুইজন আইন-শৃঙ্খলা বিভাগের সূত্র বলছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ২৫ বছর।

তদন্তের সঙ্গে জড়িত দুজন কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, সন্দেহভাজন হামলাকারীর নাম নোয়াহ গ্রিন। সে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা।

এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিল থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। হামলার ঘটনার পর ভবনটি লকডাউন করে দেওয়া হয়েছিল। স্থানীয় সময় শুক্রবার বেলা ১টার দিকে এ লকডাউন তুলে নেওয়া হয়।

গত ৬ জানুয়ারি কংগ্রেসে জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে প্রবেশ করে তাণ্ডব চালায়।ওই ঘটনায় পুলিশ সহ ৫ জন নিহত হয়।

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে