হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সাংবাদিককে গালি দিয়ে ক্ষমা চাইলেন বাইডেন

অনুষ্ঠানে মাইক্রোফোনে এক সাংবাদিককে গালি দিয়ে ক্ষমা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ফক্স নিউজের প্রতিবেদক পিটার ডোসিকে ‘স্টুপিড সন অব আ বিচ’ বলে অভিহিত করেন বাইডেন। এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে ঘটনার বিস্তারিত প্রকাশিত হয়েছে। অবশ্য পিটার ডোসি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন পরে এ ব্যাপারে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে আক্রমণের উদ্দেশ্যে ওই কথা বলেননি।

হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে দ্রব্যমূল্য কমানো নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাংবাদিকেরা এলোমেলোভাবে প্রশ্ন করা শুরু করলে বাইডেন এ কাণ্ড করেন। ওই সময় পিটার ডোসি বাইডেনকে উদ্দেশ্য করে চিৎকার করে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন। তাঁর প্রশ্ন ছিল, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে হওয়া মুদ্রাস্ফীতি বাইডেনের জন্য রাজনৈতিক দায় হতে যাচ্ছে কি না।

মাইক্রোফোন ও ভিডিওর সামনেই ডোসিকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বাইডেন বলেন, ‘আরও মুদ্রাস্ফীতি খুবই বড় সম্পদ।’ এরপরই তিনি বলেন, ‘হোয়াট আ স্টুপিড সন অব আ বিচ’।

উল্লেখ্য, এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টাকে ‘অভদ্র’ ও ‘ভয়ানক’ বলে আখ্যায়িত করেছিলেন।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি