হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সাংবাদিককে গালি দিয়ে ক্ষমা চাইলেন বাইডেন

অনুষ্ঠানে মাইক্রোফোনে এক সাংবাদিককে গালি দিয়ে ক্ষমা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ফক্স নিউজের প্রতিবেদক পিটার ডোসিকে ‘স্টুপিড সন অব আ বিচ’ বলে অভিহিত করেন বাইডেন। এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে ঘটনার বিস্তারিত প্রকাশিত হয়েছে। অবশ্য পিটার ডোসি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন পরে এ ব্যাপারে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে আক্রমণের উদ্দেশ্যে ওই কথা বলেননি।

হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে দ্রব্যমূল্য কমানো নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাংবাদিকেরা এলোমেলোভাবে প্রশ্ন করা শুরু করলে বাইডেন এ কাণ্ড করেন। ওই সময় পিটার ডোসি বাইডেনকে উদ্দেশ্য করে চিৎকার করে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন। তাঁর প্রশ্ন ছিল, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে হওয়া মুদ্রাস্ফীতি বাইডেনের জন্য রাজনৈতিক দায় হতে যাচ্ছে কি না।

মাইক্রোফোন ও ভিডিওর সামনেই ডোসিকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বাইডেন বলেন, ‘আরও মুদ্রাস্ফীতি খুবই বড় সম্পদ।’ এরপরই তিনি বলেন, ‘হোয়াট আ স্টুপিড সন অব আ বিচ’।

উল্লেখ্য, এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টাকে ‘অভদ্র’ ও ‘ভয়ানক’ বলে আখ্যায়িত করেছিলেন।

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া