হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফাইজারের ভ্যাকসিন একমাস ফ্রিজে সংরক্ষণ করা যাবে

ঢাকা: মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের ভ্যাকসিন দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষণ করা যাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, আগে ফাইজারের টিকা সংরক্ষণ নিয়ে যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল এখন তার চেয়ে বেশি সময় ধরে এটি সংরক্ষণ  করা যাবে।

জানা গেছে, ফাইজারের ভ্যাকসিন এতদিন পাঁচ দিন ফ্রিজে সংরক্ষণ করার সুপারিশ করা হয়েছিল । কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে, ইনটেক অবস্থায় ভ্যাকসিনগুলো একমাস পর্যন্ত ফ্রিজে রাখা যাবে।

বিশ্লেষকরা বলছেন, ফাইজারের ভ্যাকসিন দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষণ করতে পারায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

এর আগে ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের শর্ত কঠোর হওয়ায় বিশ্বের অনেক দেশ এটি নিতে পারছিল না। গত ফেব্রুয়ারিতে মাইনাস ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফাইজারের ভ্যাকসিন দুই সপ্তাহ সংরক্ষণ করা যাবে বলে জানায় যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) । এর আগে ফাইজারের টিকা সংরক্ষণের ক্ষেত্রে বলা হয়েছিল যে, সংরক্ষণ করতে হবে প্রায় মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প