হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পেলোসির এশিয়া সফরের তালিকায় নেই তাইওয়ান

তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার মধ্য়েই এশিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষের স্পিকার ন্য়ান্সি পেলোসি। তবে সফর তালিকায় নেই তাইওয়ানের নাম। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

রোববার এক টুইট বার্তায় পেলোসি জানিয়েছেন, তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। 

এশিয়া সফরের সময় পেলোসি তাইওয়ানের রাজধানী তাইপেতে অঘোষিত সফরে যেতে পারেন এমন আলোচনার মধ্য়েই এই টুইট করলেন তিনি। 

এদিকে পেলোসির তাইওয়ান সফরের আশঙ্কায় গত শনিবার তাইওয়ানের পাশের সমুদ্র অঞ্চলে সামরিক মহড়া শুরু করেছে চীন। 

 ১৯৪০ সাল থেকে তাইওয়ানের আলাদা সরকার রয়েছে। তবে দেশটিকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে আসছে দেশটি। 

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে অংশ নেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের তাইওয়ান সফর বা দ্বীপটির স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার চেষ্টা নিয়ে সতর্ক করেন। বাইডেনকে তিনি বলেন, ‘আগুন নিয়ে যে খেলবে তাকে পুড়তে হবে।’ 

তাইওয়ানকে এখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। তবে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে দেশটি। 

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস