হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেক্সিকোয় দুই গ্যাংয়ের সংঘর্ষে নিহত ৫ নারী 

নারীদের বিরুদ্ধ চলমান ভয়াবহ সহিংসতায় মেক্সিকোতে অন্তত পাঁচ জন নারীর মৃত্যু হয়েছে। দেশটি মধ্যাঞ্চলের পৃথক দুটি শহর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয় বলে গতকাল শুক্রবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মেক্সিকোর কুয়াউৎলা এবং দেশটির রাজধানী মেক্সিকো সিটির প্রতিবেশী শহর মোরেলস থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। মোরেলসের অ্যাটর্নি জেনারেল উরিয়েল ক্যামেরন সাংবাদিকদের বলেছেন, এই নারীরা সম্ভবত সংঘবদ্ধ অপরাধের শিকার।

ক্যামেরন জানিয়েছেন, মোরেলসে তিন নারীর মরদেহ ব্যাগে ভর্তি করে ফেলে রাখা হয়েছিল। পরে তাঁদের হত্যার দায় স্বীকার করে একটি অপরাধী গোষ্ঠী জানায়, অপর একটি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের সময় ওই তিন নারীকে হত্যা করা হয়। তিনি আরও জানান, নিহত বাকি দুজনের মধ্যে একজন হিজড়া।

এমন এক সময়ে এই হত্যাকাণ্ডের খবর এল, যখন মেক্সিকো সিটি পুলিশ আরিয়াদনা ফার্নান্দা লোপেজ নামে ২৭ বছরের এক তরুণীর গুমের পর খুন হওয়ার বিষয়টি তদন্ত করছে। সর্বশেষ আরিয়াদনাকে গত সপ্তাহের রোববার মেক্সিকো সিটিতে দেখা যায় এবং এর এক দিন পর মোরেলস মহাসড়কে তাঁর মরদেহ পাওয়া যায়।

রয়টার্সের প্রতিবেদনে মেক্সিকো সরকারের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, মেক্সিকোতে প্রতিদিন গড়ে ১০ জন নারী খুন হন। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোরেলসে তৃতীয় সর্বোচ্চসংখ্যক নারী খুন হয়েছেন।

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প