হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আফগানিস্তান ছাড়া নিয়ে মিত্র ও তালেবান উভমুখী চাপে যুক্তরাষ্ট্র

আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের ভূখণ্ড ছাড়তে হবে। 

তালেবান ক্ষমতা দখলের পর দেশত্যাগ করতে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করতে থাকে আফগান নাগরিকেরা। এতে সাম্প্রতিক সময়ে কাবুল বিমানবন্দরে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে নির্ধারিত ৩১ আগস্ট সময়ের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও তাঁদের মিত্রদের সরিয়ে নেওয়া সম্ভব হবে কি-না এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। 

একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সময়সীমা বাড়াতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। অন্যদিকে তালেবান বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই আফগানিস্তান ছাড়তে হবে। আসন্ন জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে সময়সীমা বাড়াতে চাপ দিতে পারে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আর তালেবান জানিয়েছে, প্রত্যাহার প্রক্রিয়ার সময়সীমা কোনোভাবে বাড়ানো হলে তা হবে উভয়পক্ষের চুক্তির স্পষ্ট লঙ্ঘন। 

এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার সময়সীমা বাড়ানো হবে কিনা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রায়ান বলেছেন, ‘বেঁধে দেওয়া ৩১ আগস্ট সময়সীমা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে নাগরিকদের ফিরিয়ে আনার যে কার্যক্রম চলছে এটি পুরোপুরি শেষ হতে অতিরিক্ত সময় লাগতে পারে।’ 

এর আগে গত রোববার বাইডেন সতর্ক করে বলেছেন, লোকজনকে সরিয়ে আনার কাজটি ‘কঠিন ও বেদনাদায়ক’ হতে চলছে এবং এখনো অনেক ভুল হতে পারে।   

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই