হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বহুতল ভবন থেকে লাফিয়ে সাবেক মিস ইউএসএ চেসলি ক্রিস্টের আত্মহত্যা 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন সাবেক মিস ইউএসএ চেসলি ক্রিস্ট। স্থানীয় সময় রোববার তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ৬০ তলার বহুতলের নবম তলায় বসবাস করতেন চেসলি। স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ বহুতল সংলগ্ন রাস্তায় মৃত অবস্থায় তাঁকে পাওয়া যায়। আত্মহত্যা করার আগে দেশটির লেখা একটি নোট পাওয়া গেছে। 

একটি বিবৃতিতে চেসলির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বড় দুঃখের সঙ্গে আমাদের প্রিয় চেসলির মৃত্যুর খবর দিতে হচ্ছে। সৌন্দর্য এবং শক্তি দিয়ে বিশ্বের অন্যদের অনুপ্রাণিত করেছিলেন চেসলি। 

প্রসঙ্গত, ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতায় চেসলি ক্রিস্ট বিজয়ী হয়েছিলেন। পাশাপাশি একটি টিভি চ্যানেলের বিনোদনমূলক অনুষ্ঠানের সংবাদদাতা হিসেবে কাজ করতেন চেসলি ক্রিস্ট। 

সাবেক মিস ইউএসএ বিজয়ী তাঁর মৃত্যুর আগে একটি ইনস্টাগ্রাম ছবি পোস্ট করেছিলেন। 

সেখানে লেখা ছিল, এই দিনটি বিশ্রাম ও শান্তি নিয়ে আসুক। ক্রিস্ট একজন অ্যাটর্নি ছিলেন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার সংস্কারে কাজ করতে চেয়েছিলেন। তিনি দুটি বিশ্ববিদ্যালয় থেকে তিনটি ডিগ্রি পেয়েছেন। উত্তর ক্যারোলিনার এই আইনজীবী সেই সব কারাবন্দীদের সাহায্য করার জন্য কাজ করেছিলেন যাদের অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া