হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বহুতল ভবন থেকে লাফিয়ে সাবেক মিস ইউএসএ চেসলি ক্রিস্টের আত্মহত্যা 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন সাবেক মিস ইউএসএ চেসলি ক্রিস্ট। স্থানীয় সময় রোববার তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ৬০ তলার বহুতলের নবম তলায় বসবাস করতেন চেসলি। স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ বহুতল সংলগ্ন রাস্তায় মৃত অবস্থায় তাঁকে পাওয়া যায়। আত্মহত্যা করার আগে দেশটির লেখা একটি নোট পাওয়া গেছে। 

একটি বিবৃতিতে চেসলির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বড় দুঃখের সঙ্গে আমাদের প্রিয় চেসলির মৃত্যুর খবর দিতে হচ্ছে। সৌন্দর্য এবং শক্তি দিয়ে বিশ্বের অন্যদের অনুপ্রাণিত করেছিলেন চেসলি। 

প্রসঙ্গত, ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতায় চেসলি ক্রিস্ট বিজয়ী হয়েছিলেন। পাশাপাশি একটি টিভি চ্যানেলের বিনোদনমূলক অনুষ্ঠানের সংবাদদাতা হিসেবে কাজ করতেন চেসলি ক্রিস্ট। 

সাবেক মিস ইউএসএ বিজয়ী তাঁর মৃত্যুর আগে একটি ইনস্টাগ্রাম ছবি পোস্ট করেছিলেন। 

সেখানে লেখা ছিল, এই দিনটি বিশ্রাম ও শান্তি নিয়ে আসুক। ক্রিস্ট একজন অ্যাটর্নি ছিলেন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার সংস্কারে কাজ করতে চেয়েছিলেন। তিনি দুটি বিশ্ববিদ্যালয় থেকে তিনটি ডিগ্রি পেয়েছেন। উত্তর ক্যারোলিনার এই আইনজীবী সেই সব কারাবন্দীদের সাহায্য করার জন্য কাজ করেছিলেন যাদের অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস