হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মাস্ক পরতে যাত্রীর অস্বীকৃতি, মাঝ আকাশ থেকেই ফিরে এল উড়োজাহাজ

মাস্ক পরতে অস্বীকৃতি জানানোয় গন্তব্যে না গিয়ে মাঝ আকাশ থেকেই ফিরে এল উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী একটি ফ্লাইটে গতকাল বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে। এয়ারলাইনসটির বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 
 
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ভ্রমণের সময় উড়োজাহাজের এক যাত্রী করোনাবিধি অনুসারে মাস্ক পরতে অস্বীকৃতি জানান। পরে যাত্রা বাতিল করে মাঝ আকাশ থেকেই ফিরে আসে আমেরিকান এয়ারলাইনসের বিমানটি। 

মার্কিন এই এয়ারলাইনস জানিয়েছে, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী ভ্রমণের সময় উড়োজাহাজের ভেতরে এক যাত্রী মাস্ক পরতে অস্বীকৃতি জানানোর পর মায়ামি থেকে লন্ডনগামী আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৩৮ মাঝ আকাশ থেকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।’ 

এএফপি বলছে, বোয়িং ৭৭৭ মডেলের ওই ফ্লাইটে মোট ১২৯ জন যাত্রী এবং ১৪ জন ক্রু ছিলেন। 

যুক্তরাষ্ট্রের এক পুলিশ কর্মকর্তা মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, আমেরিকান এয়ারলাইনসের বিমানটি অবতরণের পর পুলিশ সদস্যরা ফ্লাইটের ভেতরে প্রবেশ করেন এবং অভিযুক্ত যাত্রীকে নামিয়ে আনেন। তবে এ সময় কোনো বাগ্‌বিতণ্ডা বা হাতাহাতির ঘটনা ঘটেনি। 
 
আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, ওই যাত্রীকে তাদের ফ্লাইটে ভবিষ্যতে যেকোনো ধরনের ভ্রমণ করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তদন্তেরও ঘোষণা দিয়েছে সংস্থাটি। 

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই