হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মাস্ক পরতে যাত্রীর অস্বীকৃতি, মাঝ আকাশ থেকেই ফিরে এল উড়োজাহাজ

মাস্ক পরতে অস্বীকৃতি জানানোয় গন্তব্যে না গিয়ে মাঝ আকাশ থেকেই ফিরে এল উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী একটি ফ্লাইটে গতকাল বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে। এয়ারলাইনসটির বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 
 
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ভ্রমণের সময় উড়োজাহাজের এক যাত্রী করোনাবিধি অনুসারে মাস্ক পরতে অস্বীকৃতি জানান। পরে যাত্রা বাতিল করে মাঝ আকাশ থেকেই ফিরে আসে আমেরিকান এয়ারলাইনসের বিমানটি। 

মার্কিন এই এয়ারলাইনস জানিয়েছে, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী ভ্রমণের সময় উড়োজাহাজের ভেতরে এক যাত্রী মাস্ক পরতে অস্বীকৃতি জানানোর পর মায়ামি থেকে লন্ডনগামী আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৩৮ মাঝ আকাশ থেকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।’ 

এএফপি বলছে, বোয়িং ৭৭৭ মডেলের ওই ফ্লাইটে মোট ১২৯ জন যাত্রী এবং ১৪ জন ক্রু ছিলেন। 

যুক্তরাষ্ট্রের এক পুলিশ কর্মকর্তা মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, আমেরিকান এয়ারলাইনসের বিমানটি অবতরণের পর পুলিশ সদস্যরা ফ্লাইটের ভেতরে প্রবেশ করেন এবং অভিযুক্ত যাত্রীকে নামিয়ে আনেন। তবে এ সময় কোনো বাগ্‌বিতণ্ডা বা হাতাহাতির ঘটনা ঘটেনি। 
 
আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, ওই যাত্রীকে তাদের ফ্লাইটে ভবিষ্যতে যেকোনো ধরনের ভ্রমণ করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তদন্তেরও ঘোষণা দিয়েছে সংস্থাটি। 

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ: ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোট

ভারতের ওপর আসতে পারে ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসের বিলে ট্রাম্পের সবুজসংকেত

মোদি, মাখোঁ আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলি, নারী নিহত