হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

করোনা টিকা না নিলে দিতে হবে কর

করোনা টিকা নেওয়ার জন্য কানাডা সরকার তার নাগরিকদের ক্রমাগতভাবে উৎসাহিত করছে। কিন্তু এরপরও এখনো অনেকেই টিকা নেননি। তাই এবার টিকা না নিলে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডার কুইবেক রাজ্য প্রশাসন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কুইবেক রাজ্যের মুখ্যমন্ত্রী ফ্রাঁসোয়া লেগোঁ বলেন, যাঁরা করোনার অন্তত এক ডোজ টিকা নেবেন না, তাঁদের কর পরিশোধ করতে হবে। 

মুখ্যমন্ত্রী বলেন, কর এখনো নির্ধারণ করা হয়নি। তবে এটি তাৎপর্যপূর্ণ হবে। আর এটি আরোপ হলে এটিই হবে টিকা না নেওয়ার কারণে কোনো দেশের অর্থনৈতিকভাবে প্রথম শাস্তিমূলক পদক্ষেপ। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত কানাডায় করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন কুইবেক রাজ্যে। এখনো রাজ্যটি করোনা প্রতিরোধে সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু এখনো প্রায় ১২ দশমিক ৮ শতাংশ মানুষ টিকা নেননি। টিকা না নেওয়া ব্যক্তিরাই বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। 

ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি পর্যন্ত কুইবেকের প্রায় ৮৫ শতাংশ মানুষ করোনার অন্তত ১ ডোজ টিকা নিয়েছেন। বাকিরা এখনো টিকা নেননি। 

এর আগে গত সপ্তাহে প্রদেশটি ঘোষণা দেয় যে, সরকারি অনুমোদনপ্রাপ্ত গাঁজা এবং মদের দোকানে কেনাকাটা করার জন্য করোনা টিকা দেওয়ার প্রমাণ দেখাতে হবে। এ ছাড়া রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউও চালু রয়েছে। 

উল্লেখ্য গত মঙ্গলবার পর্যন্ত কুইবেকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৮ জন। 

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস