হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পুতিনকে প্রথমবারের মতো ‘যুদ্ধাপরাধী’ বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাইডেন এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরু করার পর পুতিনকে নানাভাবে সমালোচনা করা হলেও কখনো ‘যুদ্ধাপরাধী’ হিসেবে বর্ণনা করা হয়নি। এই প্রথম তাঁকে যুদ্ধাপরাধী বলল যুক্তরাষ্ট্র। 

হোয়াইট হাউসের অনুষ্ঠানে সাংবাদিকদের জো বাইডেন বলেন, ‘আমি মনে করি তিনি (ভ্লাদিমির পুতিন) একজন যুদ্ধাপরাধী।’ 

এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরপরই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, বাইডেনের এই মন্তব্য ‘অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য’। 

মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য প্রসঙ্গে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, ‘তিনি মন থেকেই এ কথা বলেছেন। আমরা টেলিভিশনে যা দেখেছি, তিনি তাই বলেছেন।’ জেন সাকি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করতে একটি আইনি প্রক্রিয়া নিয়ে কাজ করছে।’ 

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রুশ সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের বেসামরিক মানুষদের ওপর হামলা করছে কি না, তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। 

এদিকে গতকাল বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের কাছে আরও সাহায্য চেয়েছেন। 

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও