হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পুতিনকে প্রথমবারের মতো ‘যুদ্ধাপরাধী’ বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাইডেন এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরু করার পর পুতিনকে নানাভাবে সমালোচনা করা হলেও কখনো ‘যুদ্ধাপরাধী’ হিসেবে বর্ণনা করা হয়নি। এই প্রথম তাঁকে যুদ্ধাপরাধী বলল যুক্তরাষ্ট্র। 

হোয়াইট হাউসের অনুষ্ঠানে সাংবাদিকদের জো বাইডেন বলেন, ‘আমি মনে করি তিনি (ভ্লাদিমির পুতিন) একজন যুদ্ধাপরাধী।’ 

এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরপরই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, বাইডেনের এই মন্তব্য ‘অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য’। 

মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য প্রসঙ্গে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, ‘তিনি মন থেকেই এ কথা বলেছেন। আমরা টেলিভিশনে যা দেখেছি, তিনি তাই বলেছেন।’ জেন সাকি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করতে একটি আইনি প্রক্রিয়া নিয়ে কাজ করছে।’ 

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রুশ সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের বেসামরিক মানুষদের ওপর হামলা করছে কি না, তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। 

এদিকে গতকাল বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের কাছে আরও সাহায্য চেয়েছেন। 

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস